অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আষাঢ়-শেষের আকাশে যেন শারদোৎসবের (Durga Puja 2023) আমেজ ! উমা-আহ্বানের প্রস্তুতিও শুরু জোরকদমে। মহা ধুমধামে খুঁটিপুজো সেরে ফেললেন বালিগঞ্জ ২১-এর পল্লির (Durga Puja Ballygunge Pally 21) পুজো উদ্যোক্তারা। উন্মোচিত হল থিমের ব্যানার। এবার থিমের নাম - শঙ্খম। থিমের (Durga Puja Theme) সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে মণ্ডপসজ্জা। দায়িত্বে রয়েছেন শিল্পী বিমান সাহা।
আবহ সঙ্গীতে ব্যবহার করা হবে শঙ্খধ্বনি
ঠিক হয়েছে, মণ্ডপে আবহ সঙ্গীতে ব্যবহার করা হবে শঙ্খধ্বনি। এবার পুজোয় চমক দিতে অভিনব পরিকল্পনা করেছেন বালিগঞ্জের ২১-এর পল্লির পুজো উদ্যোক্তারা। বালিগঞ্জ ২১-এর পল্লির খুঁটিপুজোয় সামিল হয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।
ক্যালেন্ডারের নির্ঘণ্ট অনুযায়ী দুর্গাপুজোর এখনও কিছুদিন দেরি আছে। কিন্তু খুঁটিপুজোর মধ্যে দিয়ে প্রাণের উৎসবের ওয়ার্মআপ শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব। রবিবারও দেখা গেল সেই ছবিই। শহরের দিকে দিকে পড়ল ঢাকে কাঠি। খুঁটিপুজোর মাধ্যমে অফিসিয়ালি দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। আর পাশাপাশি শহর ছেয়ে যাচ্ছে পুজোর হোর্ডিংয়ে। ক্লাবগুলি আগেভাগে সকলকে জানিয়ে রাখছে পুজোর থিম সম্পর্কে। কুমোরটুলিতেও শুরু হয়েছে প্রস্তুতি। বিশেষত বিদেশে পাড়ি দেবে যে সব প্রতিমা, সেগুলি তৈরি হচ্ছে আগেভাগে।
এবারের দুর্গাপুজোর (Durga Puja Time) নির্ঘণ্ট
মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী : ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো : সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।
মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী: ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)
এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।
আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial