অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:'আশ্বিনের মাঝামাঝি  উঠিল বাজনা বাজি'...বাঙালি মাত্রেই এই 'বাজনা'টের পেতে শুরু করে দিয়েছেন। সঙ্গে শুরু হয়েছে প্রস্তুতি। দুর্গাপুজোর সাজগোজ বলে কথা। সে কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের পরিষেবায়, অর্থাৎ যে লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যায়, তাতে কিছু বদলের কথা ঘোষণা কর্তৃপক্ষের। নতুন সূচি কার্যকরী হবে ২৩ সেপ্টেম্বর থেকে। বলবৎ থাকবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই মেয়াদের মধ্যে প্রতি শনি ও রবিবার পরিবর্তিত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।


কী বলা হল ঘোষণায়?
বৃহস্পতিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর এবং ১৪ অক্টোবর, এই চারটি শনিবার ২৮৮টি মেট্রো চলবে। এর মধ্যে ১৪৪টি 'আপ'এবং ১৪৪টি 'ডাউন'মেট্রো। সাধারণত, শনিবার করে মোট ২৩৪টি মেট্রো চলে। পুজোর কেনাকাটায় ব্যস্ত ও উৎসাহী যাত্রীদের কথা ভেবেই শনিবার করে এই পরিষেবা বাড়ানো হয়েছে। রবিবারও বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবার সংখ্যা। ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৮ অক্টোবর এবং ১৫ অক্টোবর, এই চারটি রবিবার ১৬৪টি মেট্রো চলবে। এর মধ্যে ৮২টি 'আপ'এবং ৮২টি 'ডাউন'। সাধারণত, রবিবারে মোট ১৩০টি মেট্রো চলে। এছাড়া, ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো চলবে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। পুজোর মুখে কেনাকাটার উৎসাহে যাতে কোনও ধরনের বাধা না আসে, সে কথা মাথায় রেখেই আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত, প্রতি শনি ও রবিবার, পরিবর্তিত মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, বক্তব্য কৌশিক মিত্রের।


কেন?
ময়দান মেট্রো স্টেশন হোক বা সেন্ট্রাল মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো স্টেশনে পুজোর মুখে ব্যাপক ভিড় দেখা যায়, জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। সবটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সীমা যে বদলাচ্ছে না, সে কথাও মনে করিয়েছেন তিনি। বস্তুত, পুজোর সময়ও মেট্রো সচল রাখার ঐতিহ্য হয়েছে। গত বছর, দর্শনার্থীদের কথা ভেবে পুজোর ৩টি দিন সারা রাত মেট্রো চালানোর কথা জানানো হয়েছিল। তবে এই সুবিধাও দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রোর লাইনেই পাওয় যায়। 


আরও পড়ুন:'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে' এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়