হাংঝৌ: চিনের বিরুদ্ধে এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রথম ম্যাচে ৫-১ বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে (Indian Football Team)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন সুনীল ছেত্রীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুনীল ছেত্রীর (Sunil Chhetri) In পেনাল্টিতে জয় পায় ভারত। 


প্রথমার্ধে ভারতীয় দল গোটাটাই দাপট দেখালেও গোলের দরজা খুলতে পারেনি। ওপার বাংলার হয়ে তেকাঠির নীচে দাঁড়ানো মিতুল তিনটি সেভ করেন। দ্বিতীয়ার্ধেও দুই দল যে খুব বেশি গোলের সুযোগ পেয়েছিল, তেমনটা কিন্তু নয়। স্য়ামুয়েল কায়ন্সির ফ্রি-কিক বারে লেগে ফিরে আসায় এক সময় তো মনে হচ্ছিল ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে। তবে ম্যাচের একেবারে শেষের দিকেই ভাগ্য ভারতীয় দলের সহায় হয়।


ব্রাইস মিরান্ডা বাংলাদেশ বক্সের একদম সামনেই একটি দূরপাল্লার পাস থেকে বল পায়ে পেয়ে যান। বাংলাদেশ অধিনায়ক রহমত মিঞা তাঁকে বক্সের মধ্যে ফাউল করায় ভারতীয় দল পেনাল্টি পায়। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন এবং একেবারে ঠান্ডা মাথায় গোলের বাঁ-দিকের কর্নারে বল জড়িয়ে দেন। অবশেষে ১-০ লিড নিতে সক্ষম হয় ভারত। ইগর স্তিমাচের ভারতীয় দল শেষ পর্যন্ত নিজেদের লিড বজায় রাখতে সক্ষম হয়। এই ম্যাচ জিততে পারায় ভারতীয় দলের নক আউটে পৌঁছনোর আশা বজায় থাকল।


শেষ চারে মহিলা ক্রিকেট দল


বৃষ্টির জেরে ভেস্তে গেল ভারত ও মালয়েশিয়ার (IND vs MLY) ম্যাচ। এশিয়ান গেমসের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারতীয় দল ১৫ ওভার ব্যাটিং করলেও, মালয়েশিয়ার ব্যাটিং ইনিংস দুই বলের বেশি এগোয়নি। তবে প্রথম কোয়ার্টার ফাইনাল ভেস্তে গেলেও টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতীয় মহিলা দল মালয়েশিয়ার থেকে উচ্চ ব়্যাঙ্কিংয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পাকা করে নেয়।


ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল দুই ওভারের বিনিময়ে ১৭৩ রান তুলেছিল। শেফালি ভার্মা ভারতের হয়ে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। জেমাইমা রডরিগেজ়ও অপরাজিত ৪৭ রান করেন। বৃষ্টিতে ভারতীয় ইনিংসও একাধিকবার ব্যাহত হলেও, শেষমেশ ১৫ ওভার বল করা সম্ভব হয়। তবে মালয়েশিয়ার ক্ষেত্রে তেমনটাও করা যায়নি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে হারিয়ে দুরন্ত জয় মহমেডানের