কলকাতা: আজ দুর্গাপুজোর (Durga Puja 2023)  ষষ্ঠী। বোধনের পরে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই বছর চতুর্থী থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন মানুষজন। চতুর্থী, পঞ্চমীর পরে আজ ষষ্ঠী। গত ২ দিনের ভিড় ছাপিয়ে গেল আজ। কলকাতা থেকে জেলা- ঠাকুর দেখতে রাস্তায় মানুষের ঢল। তেলেঙ্গাবাগান থেকে ত্রিধারা, আহিরীটোলা থেকে শোভাবাজার রাজবাড়ি। উত্তর থেকে দক্ষিণ কলকাতা-সর্বত্র উৎসবের ছবি।


বাড়ি থেকে বারোয়ারি- বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে তুমুল উৎসাহ। সন্ধে নামতেই আলো ঝলমলে কলকাতা শহর। বাংলার সব জেলাতেই উৎসবের আমেজ। এক এক পুজোয় এক একরকম থিমের চমক। কোথাও মন্ডপ সজ্জায় নানা কারুকাজ, কোথাও চমক প্রতিমার সাজে। এই বছর পুজোর মাঝে শনিবার ও রবিবার পড়ে সপ্তমী ও অষ্টমী। তার আগে শুক্রবার ষষ্ঠী (Sasthi)। উইকএন্ডে পুজো মুডে চলে গিয়েছে বাঙালি। সন্ধে নামতেই ঝলমলে আলোয় সেজেছে চারিদিক। আর রাস্তায় ক্রমশ বেড়েছে ভিড়। কলকাতায় একাধিক নামী পুজো মন্ডপে একই ছবি।


ষষ্ঠীতে দেবীর বোধন হয়। সপরিবার উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর হয় দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবার একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ তার মধ্যেই শহরজুড়ে উৎসবের আবহ৷ উত্তর থেকে দক্ষিণ, কলকাতা, জেলা, শহরতলি-সব জায়গাতেই এক ছবি, ঠাকুর দেখার ভিড়৷


বাঙালি নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলেই চোখ রাখে পুজোর কটাদিনে। এই চার-পাঁচ দিনের জন্য বছরের গোড়া থেকেই শুরু হয়ে যায় প্ল্যানিং। কোথাও ছুটিতে যাওয়া অথবা রাত জেগে ঠাকুর দেখা। সবই থাকে পরিকল্পনায়। এ বার পুজো শুরু হয়েছে ভাল আবহাওয়াতেই। পুজোর কদিন আগে বৃষ্টির চোখ রাঙানি থাকলেও পরে কেটে গিয়েছে মেঘ। বৃষ্টি কমে যাওয়ায় ঢল নেমেছে রাজপথে। ষষ্ঠীর বিকেল থেকেই রাজপথে জনস্রোত। আলো ঝলমলে রাস্তায় ঠাকুর দেখতে আট থেকে আশির ঢল। থিম, সাবেকিয়ানা মিলেমিশে একাকার উৎসবের রঙ। উত্তর থেকে দক্ষিণ, আলোয় ধুয়ে যাচ্ছে শহর৷ 


হইহুল্লোড় আর খাওয়া-দাওয়া। ঠাকুর দেখার ফাঁকে রাস্তার পাশের ফুডস্টল থেকে নামীদামী রেস্তরাঁ- সবজায়গায় ভিড়। সাবেকিয়ানা থেকে আধুনিকতা- সব মিলিয়েই পুজো মুডে বাঙালি।           


আরও পড়ুন: বাঁশ-বেতের কাজে মন্ডপসজ্জা! সল্টলেক এজে ব্লকে দেবী আরাধনা