পূর্ব মেদিনীপুর: মূলত ষষ্ঠী থেকেই ইতিমধ্যে নন্দীগ্রামের একাধিক পুজোর উদ্বোধন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার নবমীর দিন কুমারী পুজো দিতে মহিষাদলের গুড়িয়া বাড়িতে গেলেন তিনি। কুমারীকে পুজো দিয়ে উমাকেও দিলেন পুষ্পাঞ্জলি।
নবমীতে কুমারী পুজো জেলায় জেলায়
প্রসঙ্গত, শুধু অষ্টমীর দিনেই নয়, নবমীতে রাজ্যের একাধিক জায়গায় আজ কুমারী পুজো সম্পন্ন হয়েছে। পূর্ব মেদিনীপুর তো বটেই, কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় আজ কুমারী পুজো হয়েছে। বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের পুজো, মুদিয়ালি, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায় এদিন কুমারী পুজো সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। মহাপুজোয় মশগুল কলকাতা -সহ রাজ্য। দেখতে দেখতে আজ নবমীতে পা। উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন। ভিড়ের চাপে যতই চিড়ে চ্যাপ্টা অবস্থা হোক কিম্বা ঘেমেনেয়ে একশা হোক গিলে করা পাঞ্জাবি, থেমে নেই প্যাণ্ডেল হপিং।
পুজোর আঙ্গিকেই দেখা গিয়েছে রাজনৈতিক দ্বৈরথ
এদিকে একদিকে যখন ভরা পুজোয় মেতেছে গোটা বাংলা, ঠিক তখনই পুজোর আঙ্গিকেই দেখা গিয়েছে রাজনৈতিক দ্বৈরথ। ষষ্ঠীর সকাল থেকে নন্দীগ্রামের একাধিক পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিরোধী দলনেতা চলে যাওয়ার পর, নন্দীগ্রামে আসেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উদ্বোধন না করলেও, ঘুরে দেখলেন একাধিক পুজো মণ্ডপ।
ফের শিরোনামে উঠে এল পূর্ব মেদিনীপুরের এই জনপদ
নন্দীগ্রাম, বর্তমান রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র। শুক্রবার ষষ্ঠীর দিনে ফের শিরোনামে উঠে এল পূর্ব মেদিনীপুরের এই জনপদ। একইদিনে একাধিক পুজো উদ্বোধন করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল নন্দীগ্রামে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। শুক্রবার সকালে নন্দীগ্রামের আমগাছিয়ায় দুর্গাপুজো উদ্বোধন করেন শুভেন্দু।
আরও পড়ুন, বনগাঁর রাস্তায় হেঁটে ঠাকুর দেখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, মণ্ডপে করলেন আরতিও
বিভিন্ন এলাকায় মণ্ডপে গিয়ে জনসংযোগ সারেন বিরোধী দলনেতা
তারপর একে একে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, মহম্মদপুর, রেয়াপাড়া-সহ বিভিন্ন এলাকায় মণ্ডপে গিয়ে জনসংযোগ সারেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে নন্দীগ্রামে ঢোকেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। তবে তিনি কোনও পুজোর উদ্বোধন না করলেও, খেদামবাড়ি, টেঙ্গুয়া, মহেশপুর-সহ বিভিন্ন এলাকায় পুজো ঘুরে দেখেন তিনি। সব মিলিয়ে পুজোর সময়েও রাজনৈতিক দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই ।