কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মহাষ্টমীতে সাক্ষাৎ রাজ্যপাল ও কুণালের (Kunal Ghosh)। অষ্টমীর দিন অঞ্জলি দিতে কুণার ঘোষের পাড়ার পুজোয় এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।
কুণাল ঘোষের পাড়ার পুজো সুকিয়া স্ট্রিটে রামমোহন সম্মিলনীর পুজো। নিজের পাড়ার পুজোয় রাজ্যপালকে স্বাগত জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। মন্ডপে ঢুকে বেশ কিছুক্ষণ পুজো দেখেন রাজ্যপাল। তখন কুণাল ঘোষ ও সিভি আনন্দ বোসকে আলাপচারিতা করতেও দেখা যায়। তারপরেই পুষ্পাঞ্জলি দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কুণাল ঘোষের পাড়ার পুজো। মহাষ্টমীর সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পাড়ার পুজোয় অঞ্জলি দিতে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
অঞ্জলি দিয়ে সরব রাজ্যপাল:
কুণালের পুজোয় গিয়ে দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে সরব রাজ্যপাল। 'দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, সংগ্রাম চলবে হিংসার বিরুদ্ধে, দুর্নীতি হল রক্তবীজ, হিংসা হল নরকাসুর। মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন, মা কালী যেমন রক্তবীজকে বধ করেছিলেন। আমরাও হিংসা ও দুর্নীতিকে বধ করব', হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চলবে, মন্তব্য রাজ্যপালের।হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চলবে, মন্তব্য রাজ্যপালের। সৌজন্যের আবহেও সংঘাত? জল্পনা উস্কে দিল বোসের মন্তব্য।
কুণালের প্রতিক্রিয়া:
রাজ্যপালের এই বক্তব্য নিয়ে কুণাল ঘোষের কী প্রতিক্রিয়া? কুণালের দাবি, 'রাজ্যপাল যা বলেছেন তা গোটা বিশ্বের প্রেক্ষিতে। উনি মায়ের আরাধনা করেছেন। উনি জগৎজোড়া শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে গাজা ভূখণ্ডের হিংসাও পড়ে। উনি ভাষণে স্পষ্ট করে বলেছেন জগৎজুড়ে। এই কথাটির অন্য দিকে মানে করা উচিত না। পুজোর দিনে এসেছেন, অঞ্জলি দিয়েছেন। আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু যদি দেখা যায় রাজ্যপাল বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট পদক্ষেপ করছেন, আমি আমার দলীয় সতীর্থদের মতোই কালো পতাকা দেখাব।'
যে সংঘাত পর্ব চলছে রাজ্য-রাজ্যপাল বা রাজভবন-নবান্ন। তার মধ্যেই এই পুজোয়, সে পুজো কমিটির চেয়ারম্যান কুণাল। সেখানে এলেন রাজ্যপাল, অঞ্জলি দিলেন। কুণাল ঘোষের এই পুজোয় বড় কোনও নেতা আসেননি, সেখানে এলেন রাজ্যপাল। মন্ডপে আসার পরে কুণালের সঙ্গে রাজ্যপালের কথা হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পুজোর থিম বুঝিয়ে দেন কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষকে উপহার দেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালের হাতে উপহার তুলে দেওয়া হয় পুজো কমিটির তরফে। তারপরেই বক্তব্য রাখার সময় দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন রাজ্যপাল। ঠিক সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: নবঘট থেকে ৬৪ ভোগ! রাজবাড়ির অষ্টমী পুজো ঘিরে তুমুল ব্যস্ততা