বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দুর্গা পুজোর মণ্ডপেই আর জি কর-কাণ্ডের প্রতিবাদ (RG Kar Protest)। নন্দীগ্রামে মহিলাদের দ্বারা পরিচালিত একটি পুজোয় (Durga Puja 2024) ধরা পড়ল এমনই ছবি। নিহত তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে প্যান্ডেল জুড়ে লাগানো হয়েছে একাধিক ফ্লেক্স। 


আর জি কর-কাণ্ডের প্রতিবাদ: দেবীর আরাধনার সঙ্গে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। এমনই ছবি ধরা পড়ল নন্দীগ্রামের আমরা ক'জন সঙ্ঘের পুজো মণ্ডপে। প্যান্ডেলে লাগানো হয়েছে একাধিক ফ্লেক্স। কোনওটায় লেখা - তিলোত্তমার বিচার চাই। কোনওটায় আবার লেখা রয়েছে - অভয়াদের বিচার করো, মাগো তুমি ত্রিশূল ধরো। আমরা ক'জন সঙ্ঘের উদ্যোক্তা অনুশ্রী সেনাপতি বলেন, "মায়ের পুজো প্রতিবছর করি। এবছরও করছি। কিন্তু আমাদের মন পড়ে আছে আর জি করের বিচারের জন্য। আমাদের যে মহিলা, যে ডাক্তার দিদি আমাদের ছেড়ে চলেগেছেন। কিন্তু বিচার পাচ্ছে না। তাই বিচার করার জন্য আমরা আমাদের মন্দিরে মণ্ডপে প্ল্যাকার্ড টাঙিয়েছি।''

২০১৭ সালে চন্দননগর গ্রামের মহিলারা এই পুজো শুরু করেন। আজ সেই পুজোর মধ্যে দিয়েই তরুণী চিকিৎসকের বিচারের দাবি উঠছে। ওই পুজোর আরেক উদ্যোক্তা ছন্দা সেনাপতি বলেন, "পুজো আমরা করছি ঠিক কথা। কিন্তু মনের দিক থেকে আনন্দ করতে পারছি না। যেহেতু আর জি করে ডাক্তার মেয়ে মারা গেল, মেয়েদের কোনও জায়গাতেই নিরাপত্তা নেই। এই জন্য আমরা চাইছি নির্যাতিতা মহিলার বিচার হয়।''


ডাক্তারদের অনশন মঞ্চে এবার দেখা গেল জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপকুমার বর্মাকে। দাবি ১০ দফা। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন চিকিৎসকরা। সেই মঞ্চেই দেখা গেল জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপ কুমার বর্মাকে। তৃণমূল বিধায়ক বলেন, "আজকে বিবেকের তাড়নায় এখানে আসা। আমাদের ওই ফুটফুটে মেয়েটি, ছোট মেয়েটি। আমাদের মেয়ের বয়সী, তাঁর সঙ্গে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটে গেছে, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।'' শাসক দলের একাংশ যখন আন্দোলনকে নানাভাবে কটাক্ষ করছে, তখন চিকিৎসকদের আন্দোলন মঞ্চে খোদ তৃণমূল বিধায়কের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Junior Doctor Hunger Strike: পুজোর দিনে অনশনে ছেলে, ধর্মতলায় হাজির অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা-মা