কলকাতা: আর জি কর কাণ্ডের বিচার সহ, ১০ দফা দাবিতে, ধর্মতলায় অনশন কর্মসূচি (Junior Doctor Hunger Strike) করছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। ক্রমশ তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অনশনকারী চিকিৎসকদের আত্মীয়রা ছাড়াও এদিন অনশন মঞ্চে হাজির হন অসংখ্য় সাধারণ মানুষ। 


ধর্মতলায় অনশন কর্মসূচি: পুজোর দিনে ছেলে না খেয়ে পথে বসে রয়েছে। মা-বাবার মন কি বাড়িতে টেঁকে? বৃহস্পতিবার অনশনমঞ্চে ছেলের সঙ্গে দেখা করতে আসেন, জুনিয়র ডাক্তার অর্ণব মুখোপাধ্য়ায়ের মা,বাবা। অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা প্রবোধ মুখোপাধ্য়ায় বলেন, "বাবা হয়ে ছেলেকে বললাম, চালিয়ে যাও, অনশন চালিয়ে যাও। কিন্তু, পিতৃত্বের যে হাহাকার, যে ছেলের কিছু ক্ষতি হবে, আজকে আমি নিজে ডাক্তার, ডাক্তার হয়ে আমি বুঝতে পারছি, অনশন হলে কী কী ক্ষতি হতে পারে, কবে অর্গান ড্য়ামেজ হবে, কবে কী হবে, সেগুলো তো বুঝতে পারছি। সেগুলো নিয়ে নিজের মনে মনে কষ্ট পাচ্ছি। কিন্তু, ছেলেকে সেটা জানতে দিচ্ছি না। ছেলের মাকেও জানতে দিচ্ছি না। ছেলেকে বলছি চালিয়ে যাও।''


অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে। কিন্তু, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন ধর্মতলায় অনশনরত ৭ জন জুনিয়র চিকিৎসক। অনশনরত জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্য়ায় বলেন, "শরীরটা খারাপ হচ্ছে। মাথা ঘুরছে।'' বৃহস্পতিবার সকালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে বসেন সিনিয়ররাও।

১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের কয়েকজন চিকিৎসক। সকাল ৯টা থেকে রাত ৯টা, ১২ ঘণ্টা না খেয়ে প্রতিবাদে সামিল হন তাঁরাও। আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন জানালেও, জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতির কারণে, তাঁদের অনশন থেকে সরে আসার আর্জি জানান সিনিয়র চিকিৎসকদের একাংশ। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "ছেলেরা সুস্থ হোক, ভাল থাকুক। ভাল থাকার রাস্তাটা সবাইকে বের করতে হবে। ওদের ভাল থাকাটাই একমাত্র কাম্য়। তারা আমার সন্তানসম। ওরা সুস্থ হয়ে উঠুক এটাই আমি চাই। আলোচনা হোক না। সেটাই একমাত্র রাস্তা। ওরা খব ম্য়াচিওর ছেলেপিলে। আমি নিশ্চিত ওরা একটা দিশা দেখাতে পারবে।'' চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যে অনুরোধ করছে, সন্তানসম, আন্দোলনের পাশাপাশি দাবি ছিনিয়ে আনতে হবে। কিন্তু নিজের জীবন বাজি রেখে নয়।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Durga Puja 2024: ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপের ভিতরে বিচার চেয়ে স্লোগান, ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ