অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়, কলকাতা: লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহকপাট। এবার সেই শিরদাঁড়া প্রাণের উৎসবেও (Durga Puja 2024)। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সঙ্ঘ ও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্স সার্কলের পুজোয় মণ্ডপে শিরদাঁড়ার নজরকাড়া ইন্সটলেশন। 


শিরদাঁড়া প্রাণের উৎসবেও: জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোরে পুলিশের লৌহকপাট খুলে যাওয়ার এ ছবি নতুন ইতিহাস গড়েছে। সেই দেখে শিরদাঁড়ায় জোর পেয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। প্রতীকী শিরদাঁড়া হাতে আন্দোলনে নেমেছেন তাঁরাও। কখনও বর্তমান, কখনও অতীত, সময়ের কথাই তো প্রতিফলিত হয় পুজোর থিমেও। তাই এবার প্রাণের উৎসবজুড়েও এবার সেই শিরদাঁড়া। লালবাজার থেকে কলকাতা পুরসভার আন্দোলনে যে প্রতীকী শিরদাঁড়া দেখা গেছিল, তারই ছোঁয়া কেষ্টপুর থেকে বেলেঘাটার পুজোর থিমে।

কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সঙ্ঘ। এবার তাঁদের থিম মানবসভ্যতার রক্ষা কবচ। মণ্ডপের সিলিং-এ শিরদাঁড়ার নজরকাড়া ইন্সটলেশন। সেই শিরদাঁড়ার গায়ে ফুটে উঠেছে অক্ষর। উদ্যোক্তারা বলছেন, শিক্ষাই মেরুদণ্ড তৈরি করে। মেরুদণ্ডকে সোজা রাখতে শেখায়। মণ্ডপ সাজানো হয়েছে লক্ষ অক্ষর আর নানা বইয়ের প্রচ্ছদে। মাস্টারদা স্মৃতি সঙ্ঘের শিল্পী মানস রায় বলেন, "শিক্ষাই মেরুদণ্ড তৈরি করে। আর এই শিক্ষাই অন্ধকার দূর করতে পারে। শিক্ষা আর বই থিম।' অন্যদিকে, বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্স সার্কলের পুজো ৫১ তম বর্ষে পদার্পন করল। তাদের এবারের থিম - বাবা। উদ্যোক্তারা বলছেন, বাবারা বরাবর থেকে যান অন্তরালেই। বিডন স্ট্রিটের কাছে একটি কর্মশালায় বিশাল শিরদাঁড়া তৈরি হচ্ছে। যা রাখা থাকবে মণ্ডপের সামনে।


পুজো আসতে এখনও ২ সপ্তাহ বাকি। তার আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে শুরু হয়ে গেল উমার আরাধনা। মূর্ছা পাহাড়ে কামানের ৯ বার তোপধ্বনিতে ১ হাজার ২৮ বছরের ঐতিহ্যবাহী পুজোর সূচনা হল। স্নানপর্ব শেষে সাতসকালে রাজবাড়ির মন্দিরে এলেন বড় ঠাকুরানি। কথিত আছে, মল্লরাজ জগৎমল্ল শিকারে বেরিয়ে পথ হারিয়ে, জঙ্গলেই আরাধনা করেছিলেন দেবী মৃন্ময়ীর। রীতি মেনে আজ মন্দিরে আনা হয়  বড় ঠাকরুন অর্থাৎ মহাকালীকে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকরুন অর্থাৎ মহালক্ষ্মী। সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকরুন অর্থাৎ মহাসরস্বতীকে। সময়ের সঙ্গে ধূলিসাৎ হয়েছে মল্ল রাজপ্রাসাদ। এখন মল্ল রাজবাড়ির পুজোয় শামিল হন গোটা মল্লভূমের মানুষ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Katwa Doctor Attack: দুর্ব্যবহারের প্রতিবাদ করায় মাশুল, শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক