নয়াদিল্লি: দুরন্ত জয় দিয়ে লিগ কাপের (EFL Cup) অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল (Liverpool)। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডতে ৫-১ গোলের বিরাট ব্যবধানে কার্যত উড়িয়ে দিল রেডসরা। অপরদিকে, আর্সেনালও (Arsenal) নিজেদের ঘরের মাঠে একই স্কোরলাইনে জয় পেল। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের তৃতীয় স্তরে খেলা বোল্টন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে জয় পেল গানার্সরা। লিগ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে খেলবে লিভারপুল, আর্সেনালের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড।
এদিন কিন্তু পূর্ব লন্ডনের দলের বিরুদ্ধে লিভারপুল শুরুটা একেবারেই ভাল করেনি। কর্নার থেকে ওয়াতারু এনডো বল ক্লিয়ার করতে গেলে তা কুয়ানশার গায়ে লেগে লিভারপুলের গোলেই ঢুকে যায়। পিছিয়ে পড়ে রেডসরা। তবে জেরাড বোয়েনদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী। কিয়েজ়ার গোলমুখী দুর্বল শট থেকে হেডারে বল জড়িয়ে রেডসদের সমতায় ফেরান দিয়োগো জোটা। প্রথমার্ধ ১-১ স্কোরলাইনেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লিভারপুল। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় কার্টিস জোনসের দুরন্ত রান থেকে বল পায়ে পেয়ে রেডসকে এগিয়ে দেন জোটাই।
এরপর পরিবর্ত হিসাবে নামা মহম্মদ সালাহ লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করে জয় কার্যত সুনিশ্চিত করে ফেলেন। তবে এতেও থামেনি আর্নে স্লটের দল। ম্যাচের ৯০ মিনিট শেষ হওয়ার আগে কোডি গ্যাকপো রেডসদের হয়ে আরও দুই গোল করে ম্যাচ শেষ করেন। ওয়েস্ট হ্যাম ম্যাচের মধ্যে একাধিকবার বিভিন্ন ঘটনায় পেনাল্টির দাবি জানালেও, তা রেফারি নাকচই করেন। পাশাপাশি ৭৬ মিনিটে সালাহকে বাজে ট্যাকেল করে এডসন আলভারেজ় লাল কার্ড দেখায় লিভারপুলের কাজটা আরও সহজ হয়ে যায়।
অপরদিকে, আর্সেনালের হয়ে এই রাতটা ছিল তরুণদের। একদিকে যেমন মাত্র ১৬ বছর বয়সে নিজের অভিষেক ঘটান গোলরক্ষক জ্যাক পর্টার, সেখানে ম্যাচে জোড়া গোল করেন ১৭ বছর বয়সি এথান এনওয়ারি। এই ম্যাচেই আর্সেনালে এ মরশুমে লোনো যোগ দেওয়া রাহিম স্টার্লিংও গোল পান। ডেকলান রাইস এবং কাই হ্যাভাৎর্জ দলের হয়ে বাকি দুইটি গোল করেন। বল্টনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যারন কলিন্স।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইন্টার মায়ামিতেই ইতি নয়, অবসরপূর্বে আমেরিকা ছেড়ে নিজের প্রাক্তন ক্লাবে যোগ দিতে আগ্রহী মেসি!