সুজিত মণ্ডল, নদিয়া: আর জি কর-কাণ্ডের (R G Kar News) প্রতিবাদ। পুজোর অনুদান না নেওয়ার তালিকায় যুক্ত হল নদিয়ার আরও একটি ক্লাবের নাম। রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা না নেওয়ার কথা ঘোষণা করল রানাঘাটের চারের পল্লি পুজো কমিটি। রানাঘাটের মহকুমা শাসক ও রানাঘাট থানায় লিখিতভাবে পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে ৭৩ বছরের পুরনো ক্লাব। ক্লাব সদস্য থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এবার বিচারের দাবিতে বাজবে আগমনীর সুর। এর আগে বেথুয়াডহরি টাউন ক্লাবও পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করে।


ঢাকে কাঠি পড়তে একমাসও বাকি নেই। ভাদ্রর শেষে আকাশে নীল মেঘের আনাগোনা। কাশের দোলা জানান দিচ্ছে মা আসছে। রাজ্য সরকারের তরফেও পুজো কমিটিগুলিকে এবছর ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের আঁচ সর্বত্র। মহিলাদের রাত দখল করে প্রতিবাদ, মোমবাতির মিছিল দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ঝড় তুলেছে। এই আবহে পুজোর অনুদান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিচ্ছে একের পর এক ক্লাব। এবার সেই তালিকায় যোগ হল নদিয়ার আরও একটি ক্লাব। 


সরকারি অনুদান প্রত্যাখ্যানের মধ্য দিয়েই প্রতিবাদে সরব নদিয়ার রাণাঘাটের চারের পল্লী পুজো কমিটির উদ্যোক্তারা। তাঁরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া অনুদান নেওয়া সম্ভব নয়। কারণ ওই অনুদানের টাকায় লেগে রয়েছে নিহত চিকিৎসক তরুণীর রক্ত। ইতিমধ্যেই ওই পুজো কমিটির তরফে রানাঘাটের মহকুমা শাসক ও রানাঘাট থানায় লিখিত আকারে অনুদান না নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের কাছে দেওয়া ওই চিঠির প্রাপ্তি স্বীকার ইতিমধ্যেই উদ্যোক্তারা আবার পুজো কমিটির বাইরে থাকা ফ্লেক্সে টাঙিয়ে দিয়েছেন। এভাবেই প্রতিবাদের মাধ্যমে উদ্যোক্তারা ৭৩তম বর্ষে পুজোর আয়োজন করেছেন। জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে এই পুজো কমিটি সরকারি অনুদান গ্রহণ করে আসছিল। তবে শাসকের বিরুদ্ধে যাওয়ায় আগামী দিনে সরকারি অনুদান মিলবে না- এমন আশঙ্কা ধরে নিয়েই এককাট্টা হয়েছেন পাড়ার মহিলা থেকে যুবক প্রত্যেকেই। আগমনীর সুরে তাঁরা গলা মেলাচ্ছেন, 'অনুদান নয়, অভয়া কাণ্ডের দ্রুত বিচার চাই'।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: North Bengal Medical College Protest : 'এটা আমায় কান দিয়ে শুনতে হল' ছাত্রীকে 'ধর্ষণের হুমকি', গর্জে উঠলেন নেফ্রলজির অধ্যাপিকা