কলকাতা: প্রতিমা বিসর্জনের আগে, রেড রোডে পুজোর কার্নিভাল। অংশ নেয় বাছাই করা ১১৬টি পুজো। কার্নিভাল শেষে বাবুঘাটে হয় প্রতিমা নিরঞ্জন। ৪১ পল্লি ক্লাব। বৃষ্টিভেজা রেড রোড তখন আলোয় রঙিন। তারকাদের সঙ্গে নঞ্চে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। মঞ্চে ঢাক বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়।দক্ষিণপাড়া সর্বজনীনের পুজোর শোভাযাত্রায় পারফর্ম করেন অভিনেত্রী তৃণা সাহা। মঞ্চে তাল মেলান মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

আরও পড়ুন, উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে মুখ্য়মন্ত্রীকে চিঠি, 'রাজ্য় বিপর্যয়' ঘোষণার দাবি দার্জিলিঙের BJP সাংসদের

Continues below advertisement

পুজো শেষে ফের ঠাকুর দেখার সুযোগ রেড রোডে ফের পুজোর কার্নিভাল। রবিবার বিকেল ৫টায় শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেয় ১১৬টি সেরা পুজোর প্রতিমা। কার্নিভালের সূচনা হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা দীক্ষা মঞ্জরীর নাচ দিয়ে। শোভাযাত্রার প্রথমেই ছিল বালিগঞ্জ কালচালার অ্যাসোসিয়েশন। তারপর বেহালা নূতন দল। এবার তাদের ৭৫ তম বছর। দমদমপার্ক তরুণ সঙ্ঘ, ৯১ তম বছরের হাতিবাগান সর্বজনীন। ৬৫ তম বছরে অজেয় সংহতি।শ্রীভূমি স্পোর্টিং-এর শোভাযাত্রা । প্রতিবারের মতো ৫৩ তম বছরেও চমক দিয়েছে শ্রীভূমি। দমদম তরুণ দল..নজরকাড়ে শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব কমিটির পারফরম্যানস।কাশী বোস লেন,ভালবাসার দোর খুলে দেন লীলা মজুমদার।নাকতলা উদয়ন সঙ্ঘ।এবার ৬৩ তম বছর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের। পারফর্ম করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  দমদমপার্ক ভারতচক্র, নাচে-গানে জমজমাট কার্নিভাল। দক্ষিণ কলকাতা সর্বজনীনের শোভাযাত্রার দুর্গারূপে ধরা দেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি.,পারফর্ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে। কলকাতা পুলিশ আলিপুর বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপূজা কমিটি। পারফর্ম করেন অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চক্রবেড়িয়া সর্বজনীনের আকর্ষণ ছিল ডান্ডিয়া নাচ। বাবুবাগান সর্বজনীন।আলিপুর সর্বজনীন,এবার তাদের দুর্গোৎসবে তুলে ধরে চায়ের ইতিহাস।সিংহীপার্ক, নজর কাড়ে শৈল্পিক উপস্থাপনায়।বোসপুকুর শীতলামন্দির, নলিন সরকার স্ট্রিটের পারফর্ম্যান্সের তালে নেচে ওঠেন মুখ্যমন্ত্রী ও মঞ্চের তারকারা। ১৫ তম বছরে নজর কেড়েছে নেতাজিনগরের পুজোর মণ্ডপ। থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরুচি সংঘ। ৭৫ তম বছরে এবার তাদের থিম ছিল আহূতি। তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির অবদান। 

শতবর্ষে টালা প্রত্যয়ের এবারের থিম বীজ অঙ্গন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সশীস ধান উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। পুজোর মতো কার্নিভালেও একে অপরটে টেক্কা দেওয়ার চেষ্টা। বাদামতলা আষাঢ় সঙ্ঘ....চেতলা অগ্রণীর এবারের থিম ছিল অমৃতকুম্ভের সন্ধানে। আহিরীটোলা সর্বজনীন ত্রিধারা অকলবোধন। ৭৯ তম বছরের থিম চলো ফিরি। শোভাযাত্রার পারফর্ম করেন বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে অভিনেত্রী দেবলীনা কুমার। সেলিমপুর পল্লি..ভবানীপুর ৭০ পল্লির শোভাযাত্রায় ছিল গুপী গাইন, বাঘা বাইনের উপস্থিতি।ডান্ডিয়া থেকে ভাংড়া, শহরের পাশাপাশি, শোভাযাত্রায় ছিল বরানগর লোল্যান্ড, ন পাড়া দাদাভাই সঙ্ঘ পুজো। কার্নিভালেরশুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিদেশি অতিথি থেকে রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা। কার্নিভালের শেষে বাবুঘাটে হয় প্রতিমা নিরঞ্জন।