রাণা দাস, পূর্ব বর্ধমান: বিদ্যানগর দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম। ২৫ বছরে পড়ল এই পুজো। আদিবাসী ছেলেমেয়েদের এখানে দুর্গা সাজিয়ে পুজো করা হয়। জ্যান্ত দুর্গাকে প্রণাম করতে গিয়ে কেঁদে ফেললেন মন্ত্রী স্বপন দেবনাথ। বললেন 'তোরাই আমার আসল দুর্গা, তোরা ভালো থাকলেই সবাই ভাল থাকব। তারপরেই তার চোখ থেকে বেরিয়ে এল জল। তিন বছর ধরে তিনিই জ্যান্ত প্রতিমার পুজো দেখতে আসেন এই অনাথ শিশুদের মধ্যেই তিনি দেখতে পান প্রাণ।
আরও পড়ুন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত, পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজল ঘোষের