আশাবুল হোসেন, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা: পুজো কার্নিভালের আমন্ত্রণ নিয়ে ‘আমরা-ওরা’র অভিযোগ তুলেছে বিরোধীরা। এরইমধ্যে, তমলুকের একটি ভিডিও পোস্ট করে, রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। প্রলাপ বকছেন, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।


বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায়, এবার কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় হল দুর্গাপুজোর কার্নিভাল। কিন্তু তাতেও পিছু ছাড়ল না বিতর্ক। একদিকে আমন্ত্রণ নিয়ে ‘আমরা-ওরা’র অভিযোগ তুলল বিরোধীরা।  অন্যদিকে রাজ্য সরকারের কার্নিভালকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুরের তমলুকে মহকুমা শাসকের দফতরের সামনে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে আয়োজন করা হয় কার্নিভালের। সুন্দর করে সাজানো হয় এলাকা।


এদিন ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, “তমলুকে আজ দুর্গা পুজোর কার্নিভাল। তমলুকের সুসজ্জিত রাজপথ দেখে কী মনে হয়? কার বিসর্জনের আয়োজন? মা দুর্গার, নাকি চোরেদের দলের?’’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “প্রলাপ বকছেন। একটা সুষ্ঠু জিনিস। দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে কুরুচিপূর্ণ মন্তব্য। গ্রেফতার থেকে বাঁচতে বিজেপিতে গেছেন।’’


 





বিতর্ক দানা বেঁধেছে কার্নিভালে আমন্ত্রণ নিয়েও। আমন্ত্রণ জানানো হয়নি বলে বৃহস্পতিবারই অভিযোগ করেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এদিন সেই তালিকায় যোগ হল বিজেপির একাধিক সাংসদ ও বিধায়কের নাম। যেমন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়। কিন্তু অভিযোগ, তাতে আমন্ত্রণ পাননি এলাকার বিজেপি সাংসদই। লকেট চট্টোপাধ্যায় বলেন, “কোনওভাবে কিছু জানায়নি তাঁরা। টিএমসির নেতারা মনেই করে না সাংসদ বলে কেউ আছে। এরা মনে করে পুরো বাংলায় আমাদের রাজত্ব। পুরো বাংলাটা আমাদের সম্পত্তি। গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি হয়েছে।সেটা মনেই করে না।’’


নদিয়ায় রানাঘাট কলেজের সামনে থেকে শুরু করে রানাঘাটের বড়বাজারে চূর্ণী নদীর ঘাট পর্যন্ত কার্নিভাল হয়। কিন্তু, কার্নিভালের মঞ্চে তৃণমূল নেতাদের দেখা গেলেও, বিজেপির অভিযোগ, আমন্ত্রণ পাননি খোদ স্থানীয় বিজেপি বিধায়ক। একই অভিযোগ বাঁকুড়াতেও। জেলা প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া বাইপাস লাগোয়া এলাকায় পুজোর কার্নিভালের আয়োজন করা হয়। কিন্তু আমন্ত্রণ পাননি বিজেপির জনপ্রতিনিধি। দুর্গাপুজোর কার্নিভালের আমন্ত্রণে ‘আমরা-ওরা’। বিতর্কের এই আবহেই শনিবার রেড রোডে কলকাতার পুজোগুলিকে নিয়ে কার্নিভালে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: Durga Puja 2022: ধামসা মাদলের তালে, ঢাকিদের বোলে উৎসব, দুর্গাপুজোর কার্নিভাল পুরুলিয়ায়