কলকাতা : চলতি বছরের প্রাথমিক টেটের (Primary TET 2023) দিন ঘোষণা । দিন ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। তিনি জানালেন, আগামী ১০ ডিসেম্বর হবে চলতি বছরের টেট । আজই বিজ্ঞপ্তি প্রকাশ, কাল দেওয়া হবে বিজ্ঞাপন। কাল সন্ধে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে।


প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, "২০২২-এ আমরা টেট নিয়েছিলাম। ২০২৩ সালেও আমরা টেট নিতে যাচ্ছি।প্রাইমারি টিচার এলেজিবিলিটি টেস্ট বা ২০২৩ সালের টেট হচ্ছে ডিসেম্বর মাসের ১০ তারিখে। রবিবার পরীক্ষা নেওয়া হবে। ১২টা থেকে ৩টে পর্যন্ত হবে টেট। যেমন- গতবারে আমরা কিছু বিধিনিষেধ আরোপ করেছিলাম, সেগুলো সবটাই থাকবে। বায়োমেট্রিক উপস্থিতি আমরা যাচাই করেছিলাম। প্রত্যেকটি কেন্দ্রে ক্যামেরার নজরদারি ছিল। গতবারের মতো টেটের OMR অ্যানসার শিট (OMR Answer Sheet), তার অরিজিনাল কপি (Original Copy) বোর্ড নেবে। কিন্তু, তার ডুপ্লিকেট কপি (Duplicate Copy), সঙ্গে প্রশ্নপত্রের বুকলেট বাড়িতে নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।" 


'নিয়োগ দুর্নীতি' (Recruitment Scam) নিয়ে তোলপাড়ের আবহে গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। ৫ বছরের অপেক্ষার পর সেবার আয়োজিত হয় প্রাথমিক টেট। প্রায় সাত লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রাথমিক টেটের দুই মাসের মধ্যে হয় ফলপ্রকাশ (Result TET)। ওয়েবসাইটে জানা যায় ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট। ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। দেখা যায়, ১ লক্ষের উপর পাশ করেছেন। তাঁদের এখনও নিয়োগ হয়নি। এনসিটিই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রত্য়েক বছর পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক টেটের এই ফলপ্রকাশ মানেই নিয়োগ পাওয়া বা নিয়োগের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই। নিয়োগের জন্য আলাদ বিজ্ঞপ্তি বেরোই, আলাদা আবেদন করতে হয়। 


গতবার টেটে প্রথম হন- বর্ধমানের ইনা সিংহ (Ena Singha)। দ্বিতীয় হন চারজন। দ্বিতীয় হন মৌনিশা কুণ্ডু (Manisa Kundu), মেঘনা চক্রবর্তী (Meghna Chakrabarty), দীপিকা রায় (Dipika Roy), অদিতি বসুরায় (Aditi basu Roy)। এক থেকে দশের মধ্যে জায়গা করে নেন ১৭৭ জন। নিয়োগ দুর্নীতি ও নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলনের আবহেই ফের চলতি বছরের টেট পরীক্ষার দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।


আরও পড়ুন ; চাকরি চেয়ে জুটেছিল 'পুলিশের কামড়', এবার অরুণিমা পালকে ক্ষতিপূরণের সুপারিশ কমিশনের