হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : মহালয়ার ( Mahalaya 2023 ) এক সপ্তাহ আগেই পুরুলিয়ার কাশীপুরে ( Kashipur )  পঞ্চকোট রাজবাড়িতে এলেন মা। কৃষ্ণানবমীর দিন থেকে শুরু হল পুজো ( Durga Puja 2023 ) । দেবী দুর্গা এখানে পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে। অন্যদিকে, জয়পুরে দেউলঘাটা মন্দিরে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। 



১৬ দিন ধরে চলে দুর্গাপুজো


এই পরিবারে ১৬ দিন ধরে চলে দুর্গাপুজো। আগামী শনিবার মহালয়া। দেবী পক্ষের সূচনা হওয়ার আগেই দেবীর আরাধনা শুরু হয়ে গেল পুরুলিয়ার কাশীপুরে পঞ্চকোট রাজ পরিবারে। রীতি মেনে কৃষ্ণানবমীর দিন দেবী বাড়ির মন্দিরে শুরু হয়েছে দুর্গাপুজো।

ষোড়শকল্পের পুজো


অষ্টধাতুর তৈরি চতুর্ভুজা দুর্গা এখানে পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে। রাবণ বধের জন্য রামচন্দ্র ১৬ দিন ধরে যে পুজো করেছিলেন, সেই ধারা মেনেই এখানে ১৬ দিন ধরে মায়ের পুজো হয়। সেই কারণে এই পুজোকে ষোড়শকল্পের পুজোও বলা হয়। প্রায় ২ হাজার বছর ধরে চলে আসছে পঞ্চকোট রাজ পরিবারের পুজো।

কী কী রীতি এই পরিবারে 
কাশীপুর দেবী বাড়ির পুরোহিত গৌতম চক্রবর্তী জানালেন, প্রথা অনুযায়ী, অষ্টমীর দিন এখানে শ্রীনাদ মন্ত্র পাঠ করা হয়। দশমীতে ঘট বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় পঞ্চকোট রাজ পরিবারের পুজো।

জয়পুরের দেউলঘাটা মন্দিরের পুজো
অন্যদিকে, কংসাবতী নদীর তীরে জয়পুরের দেউলঘাটা মন্দিরের পুজো প্রায় আড়াই হাজার বছরের পুরনো। এখানে পাথরে খোদিত দশভুজার ডান পা থাকে মহিষের ওপরে। পুরুলিয়ার অন্যতম পর্যটন স্থল এই দেউলঘাটা। তাই পুজোর সময় এই মন্দিরে ভিড় জমান পর্যটকরা। ভিনরাজ্য থেকেও অনেকে আসেন।  জাঁকজমক না থাকলেও, পুজোর ক’টা দিন দর্শনার্থীদের ভিড়ে দেউলঘাটা মন্দির চত্বর জমজমাট হয়ে ওঠে। 


দুর্গাপুজোর নির্ঘন্ট ২০২৩ 


মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 


মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার


মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)


মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।


বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।


(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা) 


আরও পড়ুন- কেনাকাটায় যেন ভাটা না পড়ে, পুজোর আগে শনি-রবিবার মেট্রোর সূচিতে বদল Blue লাইনে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial