অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে এবার রামমন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। গতকালই যার উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর আজ যাকে তীব্র কটাক্ষ করতে শোনা গেল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee)। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। তৃণমূল-বিজেপির সেটিং তত্ত্বেই অনড় সিপিএম। 


দেবীপক্ষ পরে গেছে। শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং। কিন্তু উৎসবের মধ্যেও বাংলায় রাজনীতির বিরাম নেই। সন্তোষ মিত্র স্কোয়ারে 'রামমন্দির' উদ্বোধন অমিত শাহের। ১৫ দিনে বিসর্জন, কটাক্ষের সুর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলায়।২৪-এ বিজেপিকে বিসর্জনের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। 


সোমবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধনে এসে ঘুরিয়ে রাজনৈতিক বার্তা দিয়ে গেছিলেন অমিত শাহ। মঙ্গলে জবাব দিলেন কলকাতা উত্তরেরই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, 'কালকে যেটা উদ্বোধন করেছেন রামমন্দিরটা, ওটা ১৫ দিন পর এমনিতেই বিসর্জন হয়ে যাবে।'


পুজো উদ্বোধন করার সময় অমিত শাহ বলেছিলেন, 'জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধন হওয়ার আগেই উত্তর কলকাতার মণ্ডপে রামমন্দিরের উদ্বোধন করে দিলেন কলকাতাবাসীরা। এর জন্য় তাঁদের অভিনন্দন জানাব।' আর এদিন পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, 'তিনি এসে বললেন, জানুয়ারি মাসে রামমন্দির হবে। আর আমি যে পার্কে এসেছি সেই পার্কে রামমন্দির আমি উদ্বোধন করে গেলাম। কালকে যেটা উদ্বোধন করেছেন রামমন্দিরটা, ওটা ১৫ দিন পর এমনিতেই বিসর্জন হয়ে যাবে কালের নিয়মে। কতদিন থাকবে ? ও তো বিসর্জন দিতে হবে। আর তোমার দলকে বিসর্জন ২০২৪-এ দেব। ওটার অপেক্ষা কর।'


মঙ্গলবার কলকাতার কামারডাঙায় একটি দুর্গাপুজোর উদ্বোধনে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। সেখান থেকেই অমিত শাহের পুজো উদ্বোধনকে বেঁধেন দু'জনে। উৎসবের মরশুমে তৃণমূল-বিজেপির এই রাজনৈতিক তরজাকে সেটিং বলে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। সবমিলিয়ে তৃতীয়ার দিন পুজোর সঙ্গে সঙ্গে রাজনীতিও চলছে সমানভাবে।                                                                                                        


আরও পড়ুন- সরকারি অনুদান না পাওয়া ২০০টি পুজো কমিটিকে বিজেপির ৩০ থেকে ৮০ হাজার 'অনুদান, বীরভূমে তরজা