কলকাতা: নবমী নিশি আসতেই একটাই প্রার্থনা থাকে, 'নবমী নিশি যেন না পোহায়'। কারণ একটাই এবার মাকে বিদায় জানানোর পালা যে শুরু হয়। আবারও এক বছরের অপেক্ষা থাকে। বিসর্জনের বাজনার মধ্যে বাজতে থাকে। শেষ মুহূর্তে যেন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷                       


সেই আসছে বছর কোন মাসে দুর্গাপুজো। কবে সপ্তমী, কবেই বা হবে সন্ধিপুজো? জেনে নিন, ২০২৩ এর দুর্গাপুজোপুজোর নির্ঘণ্ট।                     


২০২৩ অর্থাৎ আগামী বছর অক্টোবরের তৃতীয় সপ্তাহে হবে মায়ের আগমন।                                          


১৯ অক্টোবর, ২০২৩ – মহাপঞ্চমী


২০ অক্টোবর, ২০২৩ – মহাষষ্ঠী 


২১ অক্টোবর, ২০২৩ – মহাসপ্তমী


২২ অক্টোবর, ২০২৩ – মহাষ্টমী


২৩ অক্টোবর, ২০২৩ – মহানবমী


২৪ অক্টোবর, ২০২৩ – মহাদশমী। 


আরও পড়ুন, দশেরায় বিরাট দুর্ঘটনা, জনতার ওপর আচমকাই পড়ল জ্বলন্ত রাবণ


আগামী বছর মহাসপ্তমী শনিবার পড়ায় ২০২৩-এ দেবীর আগমন হবে ঘোটক অর্থাত্‍ ঘোড়ায়। শাস্ত্র অনুসারে এর ফল "ছত্র ভঙ্গস্তুরঙ্গমে"। অর্থাৎ, ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে। ২০২৩-এ দেবীর গমনও হবে ঘোটক বা ঘোড়াতেই। আগামী বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হওয়ায় তা অত্যন্ত অশুভ ইঙ্গিতবাহী বলে আশঙ্কা করা হচ্ছে।                                                                                


আগামী বার লক্ষ্মীপুজো শনিবার, ২৮ অক্টোবর। কালীপুজো আবার রবিবার, অর্থাৎ ১২ নভেম্বর। তবে পুজোর মধ্যেই আবার শনি-রবি পড়েছে। ফলে ছুটি নষ্টের সম্ভাবনাও রয়েছে।