কমলকৃষ্ণ দে, মেমারি: যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস ও লরির সংঘর্ষে জখম হল ২৪ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার দুপুরে ভয়াবহ এই দুর্ঘটনাটি (Bus-Truck accident) ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি কাটোয়া রোডের দুর্গাডাঙায় (Durgadanga)। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বোঝাই বাসটি সাতগেছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল। অন্যদিকে লরিটি মেমারি থেকে সাতগেছিয়ার দিকে যাওয়ার সময় দুর্গাডাঙায় বাস ও লরিটির পাশাপাশি ধাক্কা হয়। এর জেরে ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।


আরও পড়ুন: Malda News: ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী


ঘটনাস্থলে থাকা প্রত্য়ক্ষদর্শীরা জানান, লরিটির সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি বেসামাল হয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। অন্যদিকে লরিটি প্রথমে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিতে ও পরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মোটর বাইকে।


চোখের সামনে এই দুর্ঘটনাটি ঘটতে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুঁটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে জখম বাসযাত্রীদের উদ্ধার করে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ১৮ জনকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে দু-জন এখনও জখম অবস্থায় মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চারজনকে প্রাথমিক চিকিৎসার পর মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর


ঘটনাটির তদন্ত শুরু করার পাশাপাশি মেমারি থানার পুলিশ বাস ও লরি দুটিকে আটক করেছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালায় অনেকে। এই বিষয়ে পুলিশের কাছে বারবার অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল