মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরে (Durgapur) সরকারি বাসের ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু। স্কুটার সমেত আরোহীকে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে টেনে নিয়ে গেল সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সমেত আরোহীকে ছেঁচড়ে টেনে নিয়ে যায় বাস। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। এরপরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। 


ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে: রাস্তায় রক্ত আর মাংসপিণ্ড ঝরতে ঝরতে স্কুটি সমেত ব্যক্তিকে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। এই ঘটনা দেখেই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। আর দেখামাত্রই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেন তাঁরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। শুরু হয় ব্যাপক উত্তেজনা। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ।


স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের ডিপিএলের রাস্তা ধরে প্রচন্ড গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যাচ্ছিল গ্যামনের সংস্থার কার্যালয়ের দিকে। স্কুটি নিয়ে এক ব্যক্তি গ্যামনের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহীকে ধাক্কা মেরে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে নিয়ে এসে কার্যালয়ের বাইরে পড়ে ব্যক্তির দেহ। আর স্কুটি সহ বাসটি। সংস্থার কার্যালয়ের সামনে যেতেই পালিয়ে যায় চালক এবং খালাসি। স্থা্নীয়দের অভিযোগ, বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিনিয়ত যেভাবে একের পর এক বেপরোয়া গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস যাতায়াত করে তাতে তাঁরা আতঙ্কের মধ্যেই থাকেন। যতক্ষণ না পর্যন্ত ওই চালককে বরখাস্ত এবং মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। উত্তেজিত জনতা SBSTC ডিপোতে ঢোকার চেষ্টা করেন। পুলিশ আটকায় বিক্ষোভকারীদের। 


দিনকয়েক আগে পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হয় চারজনের। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বের করা হয়। গত ১৬ মে সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করে মারিশদা থানার পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শেষ হতেই অশান্তি, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ