মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অন্ডালে (Andal) নামার আগে এয়ার টার্বুলেন্সে (Air Turbulence) স্পাইস জেটের বিমান। তীব্র ঝাঁকুনিতে আহত কয়েকজন যাত্রী। হাসপাতালে ভর্তি করা হয়ে ১০জনকে। তবে এঁদের মধ্যে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক হয়েছে উড়ান পরিষেবা। আহতদের মধ্যে ৮ জনকে আজই তাঁদের পরিবার বাড়ি নিয়ে গিয়েছে। এক জন মহিলা এখনও ভর্তি রয়েছেন অন্ডালের হাসপাতালে। আরেক জন আহতকে দুর্গাপুরের (Durgapur) একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 


ঠিক কী ঘটেছিল?  


শনিবারের পর রবিবার। মাঝ আকাশে ফের ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান। তীব্র ঝাঁকুনিতে ছিঁড়ল সিটবেল্ট। আহত বেশ কয়েকজন যাত্রী, হাসপাতালে ভর্তি ১০জন। সিভিয়ার এয়ার টার্বুলেন্সে পড়ার ফলেই এই ঘটনা, জানিয়েছিল ATC। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানন্দরে অবতরণের ঠিক আগে।


রোজকার মতো এদিন সন্ধ্যায় মুম্বই থেকে দুর্গাপুর আসছিল স্পাইস জেটের একটি বিমান। পুলিশ সূত্রে খবর, ওই সময় ওই এলাকায় ঝড় ও বৃষ্টি চলছিল। অবতরণের আগে ৩৭ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন হঠাত্‍ বিমানটি এয়ার টার্বুলেন্সে পড়ে। তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকের সিটবেল্ট ছিঁড়ে যায়। 


 



ATC-র সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিমানটি আরও নীচে নামিয়ে আনেন পাইলট। পরিস্থিতি সামাল দিয়ে সোয়া সাতটা নাগাদ বিমান অবতরণ করান তিনি। সূত্রের খবর, আহত হন প্রায় ৪০ জন যাত্রী। অবতরণের পর তাঁদের প্রাথমিক চিকিত্সা করা হয়। ১০ জনকে ভর্তি করা হয় হাসপাতালে।


স্পাইস জেটের এক মুখপাত্র জানিয়েছেন, মুম্বই থেকে দুর্গাপুর আসার সময় অবতরণের আগে এয়ার টার্বুলেন্সে পড়ে SG945 বোয়িং 737 বিমান। ঘটনাটি দুর্ভাগ্যজনক। আহত যাত্রীদের সব রকম সাহায্য করা হচ্ছে। ATC সূত্রে খবর, বিমানটি যে এয়ার টার্বুলেন্সে পড়ে সেটি সিভিয়ার ক্যাটিগরির। যার ফলে বিমানের ভিতরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।



শনিবারও একইভাবে ঝড়ের সময় এয়ার টার্বুলেন্সে পড়ে আগরতলা থেকে কলকাতাগামী একটি বিমান। যার জেরে ৫৮ মিনিট দেরিতে সেটি অবতরণ করে কলকাতায়।