আবির দত্ত, কলকাতা: গড়ফার (Garfa) বিবেকনগরে (Bibeknagar) তরুণীর মৃত্যু ঘিরে রহস্য। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল তরুণীর প্রেমিক বাড়িতে আসেন। বিকেল ৪টে নাগাদ তিনি বেরিয়ে যাওয়ার পর তরুণীকে অচৈতন্য অবস্থায় ঘরে পাওয়া যায়। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবার এই ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।
পরিবারের দাবি, ১০ বছর ধরে দুজনের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ে ঠিক হয়। ঘটনায় গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। আজ মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা। গড়ফার বিবেকনগরে এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিক পঙ্কজ দাসকে গ্রেফতার করেছে পুলিশ (Garfa Police Station)। পরিবার সূত্রে খবর, দু’একদিন আগেই বিয়ের পাকা কথাও হয়। বিয়ের শাড়িও কেনা হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: KMC: সাধন পান্ডের স্মৃতিতে তৈরি জলসত্রের পাইপ লাইন কেটে নেওয়ার অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে
পরিবার সূত্রে দাবি, ধৃত পঙ্কজ ১ লক্ষ টাকা দাবি করায় তরুণীর মা সেই টাকা ধার করেন। কয়েকদিন আগে তরুণীর এক প্রাক্তন প্রেমিকও গড়ফার বাড়িতে গিয়েছিলেন।
হরিদেবপুরে রহস্যমৃত্যু: কিছুদিন আগে হরিদেবপুরের কবরডাঙা (Haridevpur) এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুকুর থেকে উদ্ধার করা হল মৃতদেহ। ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে খবর, দিন সকালে ইটখোলা রোডে একটি পুকুরে বছর পঞ্চাশের ওই মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
তারপরেই চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি জলে ডুবে মৃত্যু নাকি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Police Station)।
আরও পড়ুন: Burdwan Accident : ভয়াবহ ! সেতুর রেলিং থেকে ঝুলছে বাস, মেমারির কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা