মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আইপিএল (IPL) ম্যাচ চলাকালীন অনলাইন বেটিংকাণ্ডের পর্দাফাঁস। লক্ষ লক্ষ টাকা আর্থিক লেনদেন কাণ্ডে পুলিশের জালে এক উদ্ধার প্রায় পাঁচ লক্ষ ৩১ হাজার টাকা। বাজেয়াপ্ত চারটি মোবাইল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


আইপিএল ম্যাচ চলাকালীন অনলাইন বেটিংয়ের অভিযোগ। দুর্গাপুর থানার পুলিশের জালে ১। বাজেয়াপ্ত চারটি মোবাইল দুটি ডাইরি উদ্ধার নগদ পাঁচ লক্ষ ৩০ হাজার ৭৪০ টাকা। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার এবং রাজস্থান রয়েলসের সঙ্গে খেলা চলছিল। অন্যান্য খেলার দিনের মতো বৃহস্পতিবার রাতেও অনলাইন বেটিং শুরু করেছিল ধৃত যুবক। তখনই অনলাইন লোকেশন ট্র্যাক করে মেনগেটের নিউ স্টিল পার্কে পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিশ।


হাতেনাতে ধরা পড়ে মহম্মদ নিয়াজ খান নামের যুবক। বাজেয়াপ্ত করা হয় চারটি মোবাইল এবং দুটি ডাইরি, উদ্ধার হয় নগদ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ের নির্দিষ্ট অ্যাপে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বেটিং চলে। অনলাইনে নগদ লেনদেন হয় অ্যাপের মাধ্যমে। এক অ্যাপে দেশের যে কোনও প্রান্ত থেকে বেটিংয়ে অংশ নেওয়া যায়। এইচক্র দুর্গাপুরের মেনগেট এলাকা থেকেও চলছিল বলে অভিযোগ উঠেছিল। গোপন তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করা শুরু করে পুলিশ। তারপরেই পুলিশের জালে ধরা পড়ে ১ যুবক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ। 


প্রসঙ্গত, এমনই ঘটনা প্রকাশ্য়ে এসেছিল গতবছরও। বিশ্বকাপ ফুটবলের (football world cup) আসর বসেছিল কাতারে (qatar)। আর কাতার থেকে ৩ হাজার ৭৭৬ কিলোমিটার দূরে কলকাতায় (kolkata) সক্রিয় ছিল বেটিং চক্র (betting)। ভারতীয়দের যতই উত্‍সাহ থাক, বিশ্বকাপ ফুটবলের আসরে ভারত নেই। তবু সেই বিশ্বকাপ ফুটবল নিয়েই কি এই শহরে বলে বেটিং চক্র চালানো হচ্ছিল? প্রশ্ন উঠছিল। কারণ, এই অভিযোগে ২ জনকে গ্রেফতার (arrest) করেছিল পুলিশ। 


 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


বিশ্বকাপ ফুটবল চলাকালীন শহরে বেটিং হচ্ছে কি না, সে দিকে নজর রাখছিল পুলিশ। এরই মধ্যে শেক্সপিয়র সরণি থানার কাছে বেটিং চক্র সম্পর্কে গোপন সূত্রে খবর আসে। এরপরই পুলিশ একটি বারে হানা দিয়ে গ্রেফতার করেছিল ২ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আশিস ও আনন্দ আগরওয়াল। তাঁরা হাওড়ার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময় বেটিং চক্র চালানোর অভিযোগ উঠেছিল।