হিন্দোল দে, কলকাতা : দুর্গাপুরে মেডিক্য়াল কলেজের ক্যাম্পাস থেকে ১ কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে! ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। শুক্রবার সন্ধে ৭টা ৫৮ মিনিট নাগাদ, এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। অভিযোগ, শুরু থেকেই তাঁদের পিছু নেয় ৩ অজ্ঞাত পরিচয় যুবক।
ঠিক কী ঘটেছিল শুক্রবার?
আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর এবার দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ফের রাজ্যের বুকে আরও এক হাড়হিম করা ঘটনা। দুর্গাপুরে মেডিক্য়াল কলেজের ক্যাম্পাস থেকে১ কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে! ঠিক কী ঘটেছিল শুক্রবার? ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন
সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শুক্রবার সন্ধে ৭টা ৫৮ মিনিট নাগাদ, এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন, তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন।অভিযোগ, শুরু থেকেই তাঁদের পিছু নেয় ৩ অজ্ঞাত পরিচয় যুবক। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ১ কিমি দূরে মোহনবাগান অ্যাভিনিউ। অভিযোগ, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। কখন গার্লস হস্টেলে ফেরেন তিনি?
পুলিশ সূত্রে দাবি, কলেজের সিসিটিভি-তে দেখা গেছে, রাত ৮টা ৪২ মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসছেন নির্যাতিতার সহপাঠী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও ২ জন চলে আসে। অভিযোগ, তখনই তরুণীর মোবাইল ফোন নিয়ে চলে যায় ৩ অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই তাঁর সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়। পুলিশ সূত্রে দাবি, ক্যাম্পাসের CCTV ফুটেজে দেখা যায়, এর ঠিক ৪১ মিনিট পর, দেখা যায় ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তাঁর সহপাঠী। কয়েক মিনিটের মধ্য়েই গার্লস হস্টেলের দিকে পা বাড়ান নির্যাতিতা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নির্যাতিতার সহপাঠী ও ১ ধৃতকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অন্যদিকে রেয়াজউদ্দিন ও শেখ নাসিরুদ্দিনকে নিয়ে যাওয়া হয় বিজড়া গ্রামে।