মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অবসরপ্রাপ্ত একজন ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার হল তাঁরই নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিল দুর্গাপুরের (Durgapur) ফরিদপুর ব্লকের কালীপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে অবসরপ্রাপ্ত ওই ইসিএল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের। মাথার পিছনে গভীর ক্ষত দেখেই এই অনুমান তাঁদের। মৃত অবসরপ্রাপ্ত ওই ইসিএল কর্মীর নাম পূর্ণচন্দ্র ঘোষ (৬২)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যেয় পূর্ণচন্দ্র ঘোষ কালাপুর গ্রামে নিজের নির্মীয়মাণ বাড়ির ছাদে জল দিতে উঠেছিলেন। অনেকক্ষণ হয়ে গেলেও ছাদ থেকে না নামায় বাড়ির লোকজন ছাদে উঠে দেখেন পূর্ণবাবুর নিথর দেহ পড়ে রয়েছে ছাদের ওপর। মাথার পেছনে আঘাতের চিহ্ন স্পষ্ট। তা দেখেই প্রাথমিক অনুমান গুলি করা হয়েছে তাঁকে। বাড়ির লোকজন বিষয়টি দেখা মাত্রই পূর্ণচন্দ্র ঘোষকে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে থাকা চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। 


আরও পড়ুন: Polba TMC Rift: পঞ্চায়েতে স্বামীর সঙ্গে 'রোমান্স'-এর অভিযোগ, দলীয় প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূল সদস্যদের


পরিবারের দাবি মৃতের মোবাইল, গলার সোনার চেন, আংটি ও পার্টসের টাকা পয়সা গায়েব। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সন্ধ্যেয় নির্মীয়মান বাড়ির সামনের মাঠে বসে থাকা কিছু ব্যক্তি বাজি ফাটার একটা আওয়াজ পেয়েছিলেন বলে জানা গেছে। তবে সেটাই যে গুলির শব্দ সেটা বুঝতে পাননি কেউই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। তবে ওই অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর মাথার আঘাত দেখে পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে গুলি করেই হত্যা করা হয়েছে ওই ব্যক্তি কে। তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট তাতে এলে এই সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: 'এরপরে তো রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে...' মমতার হাতিয়ার 'বাঙালি জাত্য়াভিমান'?