মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : আবার হিংসার ঘটনা। আবারও ফোকাসে সেই গ্রাম-বাংলা। দুর্গাপুরে পুকুরে মাছ চুরির প্রতিবাদ করায় এক যুবককের উপর ছুরি নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। শুক্রবার রাতের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে যুঝছে দুই যুবক। ওই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দুই যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরে। ছড়ায় উত্তেজনা। গ্রেফতার করা হয় ২ জনকে। । 


বিবাদের সূত্রপাত পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে । অভিযোগ চুরির প্রতিবাদ করায় এক যুবকের উপর অস্ত্র নিয়ে হামলা করে করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় বরুন মণ্ডল নামে একজনকে ভর্তি করা হয়  দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।  ঘটনাস্থল দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকা।


জানা গিয়েছে, পাড়ার বেশ কয়েকজন যুবক একসঙ্গে একটি পুকুরে মাছ চাষ করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকারই দুই যুবক এই পুকুরে মাঝে মধ্যেই মাছ চুরি করতে আসত।  শুক্রবারও  একইভাবে তারা মাছ চুরি করতে আসে ।  পাড়ার ছেলে হওয়ায়  প্রথমটা বুঝিয়ে সুজিয়ে ঐ দুই যুবককে আটকানোর চেষ্টা করা হয়। তাদের বুঝিয়ে বাড়িও পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ রাতে মদ্যপান করে, ঐ দুই যুবক ফের আসে স্থানীয় যুবক বরুণের কাছে। এই বরুণই তাদের সকালে বুঝিয়ে-সুজিয়ে ফেরত পাঠিয়েছিলেন।


আরও পড়ুন :


আগুন বাজারে ইবি-র অভিযান, আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে সাধারণ মানুষ


জানা গিয়েছে, বরুণ তখন এক জায়গায় বসে গল্প করেছিলেন। হটাৎই দুই যুবক কথা বলতে বলতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।  রক্তাত্ত অবস্থায় বরুন মণ্ডলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্রের খবর, পেটে ধারালো অস্ত্রের আঘাতে জখম বরুণ। পুলিশ এই ঘটনায় রাকেশ শর্মা ও শুভজিৎ দত্ত নামে দুই জনকে গ্রেফতার করেছে।


শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্ত দু'জনকে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিপ্রা সাহা জানান, পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে এই ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গুরুতর জখম বরুণের পরিবার। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের রঘুনাথপুর এলাকায়।