নয়াদিল্লি: গত মরশুমের মাঝপথে ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসরে যোগ দিয়েছিলেন তিনি। নতুন মরশুমের আগে সাদিও মানে, রবার্তো ফির্মিনোর মতো একগুচ্ছ তারকা এশিয়ার না না ক্লাবে যোগ দিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী এবার নেমারও (Neymar Jr) সেই পথই অনুসরণ করতে চলেছেন।


মরশুম শুরুর আগে নেমারের ক্লাব প্যারিস সঁ জরমঁ (Paris Saint-Germain) ছাড়ার কানাঘুষো শোনা যাচ্ছিল। তিনি নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনাতে ফিরতে পারেন বলেও জল্পনা চলছিল। তবে বার্সার বর্তমান আর্থিক অবস্থা এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাঁর বাবাও এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তবে তিনি যে এ মরশুমেই পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এশিয়ার সফলতম ক্লাবগুলির অন্যতম আল হিলালে (Al Hilal) যোগ দিতে চলেছেন নেমার। এই ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা দুই বছরের চুক্তি স্বাক্ষর করবেন বলে খবর।


শোনা যাচ্ছে ১০০ মিলিয়নের খানিকটা কম অর্থ ট্রান্সফার ফি বাবদ পেতে চলেছে প্যারিসের ক্লাবটি। দুই দল এবং খেলোয়াড়ের মধ্যে সমস্তরকম চুক্তি বিষয়ক কথাবার্তা ইতিমধ্যেই পাকাও হয়ে গিয়েছে। নেমার চলতি সপ্তাহে এশিয়ার ক্লাবে সই করবেন। আজ, অর্থাৎ সোমবার, ১৪ অগাস্ট তাঁর মেডিক্যাল আয়োজিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। তিনি পিএসজির মতো নতুন ক্লাবেও ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন। প্রসঙ্গত, আল নাসরের মতো আল হিলালও সৌদি প্রো লিগেই খেলে। অর্থাৎ এ মরশুমে এশিয়ার ফুটবলপ্রেমীরা ফের একবার ক্লাব স্তরে নেমার বনাম রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী  থাকতে চলেছেন।


প্রসঙ্গত, মরশুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়া এসিএলে চোট পান। তাঁর বদলে আজই সরকারিভাবে রিয়াল মাদ্রিদে লোনে সই করলেন কেপা আরিজাবালাগাও।


অবশ্য নেমার একা নন, ফুলহ্যাম থেকে আলেকজান্দ্র মিত্রোভিচকেও দলে নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে আল হিলাল। ইতিমধ্যেই মরশুম শুরুর আগে তাঁরা রুবেন নেভেস, সার্জ মিলিনকোভিত সাভিচ, কালিদিও কুলিবালির মতো তারকা ফুটবলারদের সই করিয়েছে। এবার নেমার সেই দলের হয়ে চুক্তিতে সই করলে যে দলের শক্তি অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এবার ক্রিকেটেও লাল কার্ড! অভিনব নিয়ম চালু করছে সিপিএল কৃর্তপক্ষ