নয়াদিল্লি: ১৪ অগাস্ট ২০২৩। সমাপ্তির পথে 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। এই রিয়েলিটি শোয়ের অগুন্তি অনুরাগী তৈরি হচ্ছেন নাটকীয়তা, উৎকণ্ঠায় ভরা শেষ লড়াইয়ের জন্য। আজ 'বিগ বস ওটিটি ২'র গ্র্যান্ড ফিনালে (Grand Finale)। কোথায়, কখন দেখতে পাওয়া যাবে এই ফাইনাল পর্ব? বিজয়ী কী পুরস্কার পাবেন? রইল সমস্ত তথ্য।


আজ 'বিগ বস ওটিটি ২'র গ্র্যান্ড ফিনালে


কঠিন প্রতিযোগিতা, নাটকীয় পর্ব, আবেগঘন মুহূর্ত শেষে অবশেষে ফাইনাল এপিসোড (Final Episode)। শেষ হতে চলেছে 'বিগ বস ওটিটি ২'। ফাইনালিস্টদের তালিকায় রয়েছেন, অভিষেক মলহান, এলভিস যাদব, মণিষা রানি, পূজা ভট্ট ও বেবিকা ধুর্ভে। 


১৪ অগাস্ট ২০২৩, 'বিগ বস ওটিটি ২'-র ফিনালে দেখানো হবে। এই মরশুমের শেষ পর্ব সোমবার রাত ৯টায় দেখা যাবে। গোটা পর্ব 'জিও সিনেমা'য় দেখানোর কথা। পর্বের শেষে অনুষ্ঠানের সঞ্চালক সমলন খান ঘোষণা করবেন বিজয়ীর নাম। টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে শেষ পর্ব, বলাই বাহুল্য। ব্যালটের মাধ্যমে কোন প্রতিযোগী জিততে পারেন সেই আন্দাজ করতে পারেন দর্শক। 


'বিগ বস ওটিটি ২'র ফিনালেতে থাকবেন কোন কোন অতিথি? 


সূত্রের খবর, তারকা সমাবেশ হতে চলেছে 'বিগ বস ওটিটি ২'র শেষ পর্বে। শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান নাকি থাকতে পারেন গ্র্যান্ড ফিনালে পর্বে। বলাই বাহুল্য, তাঁদের আসার খবর সত্যি হলেও তা হবে পর্বের একেবারে শেষ দিকে, 'জওয়ান' ছবির প্রচারে তাঁরা আসবেন বলে খবর। 


 






এছাড়াও সলমন খানের পাশে এদিন মঞ্চে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডেকে। তাঁদের আগামী ছবি 'ড্রিম গার্ল ২'-এর প্রচারের অংশ হিসেবে আসবেন তারকা জুটি। 


 






আরও পড়ুন: 'Jawan' New Song: শাহরুখ-নয়নতারার হাত ধরে ফিরল ভালবাসার 'ম্যাজিক', প্রকাশ্যে নতুন গান 'চলেয়া'


'বিগ বস ওটিটি ২' ফিনালের পুরস্কার


'বিগ বস ওটিটি ২' অনুষ্ঠানের বিজয়ী পাবেন হাতে গরম আর্থিক পুরস্কার, সেই সঙ্গে অনন্য এক ট্রফি। এই বছরের বিজয়ী পাবেন 'বিগ বস ওটিটি ট্রফি' ও নগদ ২৫ লক্ষ টাকা। প্রায় দেড় মাস ধরে চলা টানটান প্রতিযোগিতার পর বহু প্রতীক্ষিত এই ফিনালে পর্ব বেশ অ্যাডভেঞ্চারাস হবে বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial