কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভ। খুশির খবর হলেও তার স্বাদ এখনও চেখে দেখার সুযোগ হল না। লক্ষ্মী ঘরে আসতেই ঘুম উড়েছে। অপরাধ না করেই তিন দিন ধরে থানায় রাত কাটাচ্ছেন যুবক। সৌজন্যে 'লটারি'। 


লক্ষ্মী ঘরে আসতেই ঘুম উড়েছে: হঠাৎই বদলেছে ভাগ্য। ৩০ টাকার লটারি কেটে কোটিপতি আউশগ্রামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা বামাচরণ মেটে। কিন্তু লক্ষ্মীপুজোর আগে স্বপ্নাতীত এই লক্ষ্মীলাভ-ই এখন তাঁকে কার্যত থানায় বাস করতে বাধ্য করেছে। নিরাপত্তার জন্য তাঁকে গত তিনদিন ধরে থাকতে হচ্ছে আউশগ্রামের ছোড়া ফাঁড়িতেই। রীতিমতো বিছানা নিয়ে এখানেই দিন কাটছে বামার। বামাচরণ মেটে জানান, জমিতে দেওয়ার জন্য সার কিনতে স্ত্রীর কাছ থেকে ১০০ টাকা নিয়ে তিনি বাজারে যান। সারের দোকান বন্ধ থাকায় সেই টাকা থেকে ৬০ টাকা দিয়ে সোমবার সকালে দুটি টিকিট কাটেন তিনি। তারপর দুপুরে খেতে বসে ফোনে টিকিট মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। নিজের চোখকে যেন বিশ্বাসই হচ্ছিল না প্রথম পুরস্কার জিতেছেন তিনি। তবে লটারিতে কোটিপতি হয়ে গিয়েও শান্তি নাই তাঁর। পুরস্কার জেতার ঘণ্টাখানেকের মধ্যেই নিরাপত্তার কারণে তাই ভাইপোকে নিয়ে থানায় চলে আসেন তিনি। সেখানে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানান বামাচরণ। তাঁর আবেদনে সাড়া দেয় পুলিশ। তখন থেকেই তিনি  থানারই আশ্রয়ে আছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Canning News: 'যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি হয়' সম্বর্ধনা দিলেন সওকত মোল্লা