নয়াদিল্লি : তাঁর বোলিং ভেল্কিতে ভয়ে কাঁপে বিশ্বের তাবড় ব্যাটার। যে কোনও সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। রয়েছেন সেরা ছন্দেও। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি। কাজেই, প্রতিদ্বন্দ্বী দলের যে তিনি মাথাব্যথার কারণ হবেনই, একথা বলাইবাহুল্য। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফির আগে তাই যশপ্রীত বুমরাকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় পেস তারকাকে চুপ করানোর জন্য অস্ট্রেলিয়াকে একটা রাস্তা বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিশ্বের সেরা দুই টেস্ট দল ২২ নভেম্বর থেকে মুখোমুখি হতে চলেছে ৫ ম্যাচের টেস্ট সিরিজে। পার্থে প্রথম টেস্ট।
তার আগে স্টার স্পোর্টস প্রেস রুমে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেন, "আমি বুমরার খুব বড় ভক্ত। আমি মনে করি, ও একজন চমৎকার বোলার। আশা করি, আমরা যদি ওকে চুপ করাতে পারে, তাহলে সিরিজ জয়ের সম্ভাবনার দিকে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। তার সঙ্গে আরও অন্যান্যরা রয়েছে। যারা অবশ্য অস্ট্রেলিয়ায় খুব একটা খেলেনি। ওদের খুব একটা দেখা হয়নি। দেখা যাক, কেমন হয়।"
রোহিত শর্মা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে হালফিলে দু'টি আইসিসি ফাইনালে হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপে। এ প্রসঙ্গ কামিন্স বলেন, "শেষ দুই সিরিজ অনেক আগে হয়েছে। আমরা তা ভুলে গেছি।"
তাঁর সংযোজন, "সৌভাগ্যক্রমে, আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপে সাফল্য পেয়েছি। সেই স্মৃতিগুলো আঁকড়ে রাখার দিকে ঝুঁকব। কারণ, আমি নিশ্চিত ওরাও আগের কয়েকটা সিরিজ এখানে মনে রাখার চেষ্টা করব।"
চেতেশ্বর পূজারার অনুপস্থিতি-
চেতেশ্বর পূজারার ব্যাট হাতে দৃঢ় প্রতিরোধ ২০১৮-'১৯ ও ২০২০-'২১ -এ ভারতের বিদেশের মাটিতে টেস্ট জয়ের ভিত গড়ে দিয়েছিল বলে মনে করেন কামিন্স। যাকে তিনি বলছেন, 'প্রকৃত টেস্ট ক্রিকেট।' কামিন্স বলেন, 'পূজারাকে খেলা সবসময় অসাধারণ ব্যাপার। ও সেই লোকদের মধ্যে একজন যারা সত্যিই কখনও অনুভব করেনি যে আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তারপর ও ব্যাট করেই যাবে। ওর বিরুদ্ধে প্রতিযোগিতা সত্যিই উপভোগ্য। কখনো ও জেতে, কখনো আমি। ও ছাড়া এবার অনুভূতিটা অন্যরকম হবে। পূজারা একজন মহান খেলোয়াড়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।