কলকাতা: ইউটিউবার অভিনেতা কিরণ দত্ত (Kiran Dutta)-র মুকুটে নতুন পালক। মানুষের কাছে তিনি পরিচিত 'বং গাই' (Bong Guy) নামেই। এবার ইউটিউবার পেলেন নতুন জায়গা। ফোর্বসের তালিকায় সেরা ১০-এ রইলেন এই বাঙালি। বাংলার ডিজিট্যাল স্টারের এই বিশ্বজয়ে গর্বিত সবাই। এই মুহূর্তে কিরণের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি। পেশাগতভাবে কিরণ ইঞ্জিনিয়ারিং করেছেন। একসময়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েই তিনি শুরু করেন ইউটিউবে কনটেন্ট তৈরি করা। দীর্ঘদিন ধরে এই কাজে তিলে তিলে নিজের জায়গা গড়ে তুলেছেন 'বং গাই'। এই জনপ্রিয়তাই তাঁকে এনে দিয়েছিল ছবিতে অভিনয়ের সুযোগও। আর এবার ফোর্বসের তালিকায় সেরা ১০-এর মধ্যে নাম উঠল 'বং গাই'-এর।
ভারতের সেরা ১০০ জন ক্রিয়েটারের মধ্যে ১০ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন কিরণ। এই খবরে তিনি নিজেও অবাক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন 'বং গাই'। তিনি লিখেছেন, 'জীবনে ভাবিনি ফোর্বস-এ নিজের নাম দেখতে পাব। তাও আবার সেরা দশের মধ্যে। এ তো অসম্ভব বলেই মনে হচ্ছে।' প্রসঙ্গত, একাধিক সময়ে বারে বারেই বিতর্কে জড়িয়েছিলেন 'বং গাই'। তিনি মূলক রোস্টিং ভিডিও তৈরি করেন। তবে আরজি কর কাণ্ডের তীব্র প্রতিবাদ করেছেন কিরণ।
কিরণ আরও লিখেছেন, 'আজ আমার একজন শিক্ষকের কথা খুব মনে পড়ছে যিনি বলেছিলেন, 'আমি কিছু পারব না।' আর আমি এতটাই অপমানিত হয়েছিলাম যে বাড়ি এসে একটা খাতায় ১০০ বার লিখেছিলাম, 'আমি পারব' আর কেঁদেছিলাম। কারণ স্যর মেয়েদের সামনে আমায় অপমান করেছিলেন। কেন আজ হঠাৎ এই কথাটা মনে পড়ল জানি না। তবে ভিতর থেকে একটা বাচ্চা চিৎকার করে প্রশ্ন করছে.. 'কী পারলাম তো'? কিরণ আরও লিখেছেন, 'তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাই। দেখো.. আমার মতো সাধারণ একজনের স্বপ্নপূরণ হতে পারলে, তোমাদেরও হবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।'
আরও পড়ুন: Tollywood Film: ঋতুপর্ণা, কৌশিক, পাওলিকে নিয়ে এবার নতুন সিনেমা বাংলায়, পরিচালনায় রামকমল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।