কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দীপাবলির আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার রাজ্যে। ২ টি আগ্নেয়াস্ত্র (Firearms) ও ২ রাউণ্ড গুলি সহ দুজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ (Burdwan Police)। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


জানা গিয়েছে, গতকাল রাতে বর্ধমান থানার পুলিশ ২ নং জাতীয় সড়কে গোদার কাছে  থেকে রবি দাস নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি দেশী পাইকগান ও এক রাউণ্ড গুলি উদ্ধার হয়।  তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রদীপ কুমার অধিকারী নামে আরও এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। বর্ধমান থানার পুলিশ তাকে রায়না থানার শ্যামসুন্দর থেকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকেও একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


 প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে ভরা পুজোর মরসুম। দোরগড়ায় কালীপুজো। স্বাভাবিকভাবেই অপরাধ দমনে সক্রিয়ভাবে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ। চলতি সপ্তাহে, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি জংশনের বাস স্ট্যান্ডে বিহারগামী বাসে স্ট্যান্ডের সামনে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ওই ব্যাগ দুটি কেউ নিতে আসে না। ফলে মালিকহীন ব্যাগ দুটি ঘিরে সন্দেহ দানা বাঁধতে থাকে স্থানীয়দের। খবর দেওয়া হয় জংশনের ট্রাফিক গার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ব্যাগ দুটিকে উদ্ধার করে। ব্যাগ খুলে ব্যাগের ভেতর থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী টেলিফোনে জানান, দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।  


আরও পড়ুন, ফের গঙ্গা ভাঙ্গনের গ্রাসে সামশেরগঞ্জ, গঙ্গায় তলিয়ে গেল দোতলা বাড়ি


অপরদিকে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে  গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।  দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ক্যানিং (Canning) থানার ভলেয়া গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইসরাফিল লস্করকে। ধৃতের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন ধরে সে অস্ত্র মজুত রেখেছে বলে পুলিশের দাবি। সম্প্রতি এলাকায় পুলিশি ধরপাকড় বেশি হওয়ার কারণে এই আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য চেষ্টা করছিল ইসরাফিল লস্কর। গভীর রাতে গোপন সূত্রে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে হাটপুকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভলেয়া খাল পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।