রানা দাস, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটের আগে অশান্তির আবহ যেন তৈরি হচ্ছে রাজ্যজুড়েই (West Bengal)। এবার মঙ্গলকোটে (Mangalkot) এক বাম নেতার (CPIM Leader) বাড়িতে পোস্টার (Poster) নিয়ে তৈরি হল নয়া চাপান-উতোর। "সিপিএম করলে খুন করা হবে " এমনই পোস্টার পড়েছে ওই সিপিএম-এর সমর্থকের বাড়িতে। বিতর্ক বেড়েছে কারণ ওই পোস্টারের তলায় লেখা রয়েছে- 'জয় বাংলা'।
মঙ্গলকোটের কৈচর স্টেশন লাগোয়া পোস্টঅফিস পাড়ায় রবিবার বিকেলে চিন্ময় মুখোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে প্রথমে দুটো পোস্টার পড়ে। সোমবার সকালে আবার দুটো পোস্টার দেওয়া হয় বাড়ির মধ্যে। মূল দরজার গ্রিলের ফাঁক দিয়েই বাড়ির মধ্যে ফেলা হয়েছে এই পোস্টার, এমনটাই জানা যায়। একটি পোস্টারে লেখা রয়েছে, 'তোরা সিপিএম করিস, সিপিএম করলে সবাইকে খুন করব'। আর একটি পোস্টারে খুনের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'পুলিশ কিছু করতে পারবে না। মঙ্গলকোট ছেড়ে চলে যা।'
তবে যে বাড়িতে এই পোস্টার পড়েছে সেই পরিবারের দাবি তারা ২০০৯ সাল পর্যন্ত সিপিএম করতেন। তবে এখন কোন রাজনৈতিক দলই করেন না তাঁরা।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে ডানা ছাটা হচ্ছে অনুব্রতর? টিম অভিষেকের রিপোর্টে নাম মন্ত্রী ঘনিষ্ঠদের
সিপিএম নেতৃত্বের দাবি পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের পোস্টার দিয়ে তৃণমূল ভয় দেখাতে চাইছে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, যার বাড়িতে পোস্টার পড়েছে উনি সিপিএমের কোন নেতা নয় ,একজন সাধারণ কর্মী। তাই তাকে কেন হুমকি দিতে যাবে কেউ? তবে যে সিপিএম কর্মীর বাড়িতে এই পোস্টার পড়েছে তাদের অভিযোগ মঙ্গলকোট থানার পুলিশ বাড়ি থেকে পোস্টার ছিড়ে দিয়ে গেছে। এমনকি লিখিত কোন অভিযোগও নিতে চায়নি।
যদিও রবিবার কৈচর ফাঁড়ির পুলিশ বাড়িতে গিয়ে পোস্টার দুটো ফেলে দিয়ে চিন্ময় বাবুর ছেলে, যিনি একজন এসএফআই সমর্থক, সেই অনিকেতকে পুলিশ ফাঁড়িতে আসতে বলেন তাঁরা। কিন্তু অনিকেত মুখোপাধ্যায় এবং চিন্ময় মুখোপাধ্যায়ের অভিযোগ পুলিশ কোনও লিখিত অভিযোগ তাদের কাছ থেকে নেয়নি। অনিকেতের সাফ কথা, আমি সিপিএম করি। যারা পোস্টার দিয়ে খুনের হুমকি দিচ্ছে তারা সামনে এসে আমাকে খুন করুক দেখি কেমন হিম্মত। এদিকে চিন্ময় বাবু বলেন, পুলিশ পোস্টার ছিড়ে সময় ছেলে ভিডিও করতে গেলে পুলিশ ফোন কেড়ে নিয়ে ছবি মুছে দেয়।