কমলকৃষ্ণ দে, গলসি: রাস্তার হাল বেহাল, পাথর তুলে ইঞ্জিনিয়ারের পকেটে পুরে দিলেন সাংসদ। ২ মাসেই গলসির পোতনা পুরষা গ্রাম পঞ্চায়েতের রাস্তার হাল বেহাল (Galsi Bad Road)। রাস্তা থেকে স্টোনচিপস তুলে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের পকেটে পুরলেন কীর্তি আজাদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে সাংসদের ব্যবহারে ক্ষুব্ধ জেলা পরিষদের সভাধিপতি।


ক্ষুব্ধ সাংসদ: গলসিতে দাবাং মুডে সাংসদ কীর্তি আজাদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে বেহাল রাস্তার স্টোনচিপস ভরে দিলেন। ২ মাসেই রাস্তার হাল বেহাল। মুড়ি মুড়কির মতো উঠছে রাস্তার স্টোনচিপস। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে রাস্তা পরিদর্শনে গিয়ে সদুত্তর না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিয়ারের পকেটে রাস্তা থেকে স্টোনচিপস্ তুলে সটান ভরে দিলেন। এরপর ক্ষুব্ধ সাংসদের প্রশ্ন, "অভিযোগ পেয়ে একজন সাংসদ আসতে পারেন আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারেন না? আপনার সুপারইন্টেনডেন্ট ইঞ্জিনিয়ারকে বলবেন এটা দেখতে এবং তিনি এটা নিয়ে কী করবেন সেটা ভাবতে। এখানে কিছু একটা গরবর হয়েছে।


এদিন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, "দিদির সরকার গ্রামের মানুষের জন্য কাজ করছেন। এত ভাল ভাল প্রকল্প করছেন। আর মানুষকে এইভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি ডিএম-কে চিঠি দেব এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। একইসঙ্গে ওই সংস্থাকে দিয়েই এই রাস্তা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করতে বলব।'' জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাস্তাটি জেলা পরিষদ নির্মাণ করে গত মে মাসে। পোতনা পুরষা গ্রাম পঞ্চায়েতের মনোহর সুজাপুর প্রাইমারি স্কুল থেকে ১ কিলোমিটারের বেশি এই রাস্তা নির্মাণ হয়। সাংসদের এই কড়া অবস্থানে খুশি গ্রামবাসীরা। তাঁরা বলেন, "৮৩ সালের মতোই ফুল ফর্মে আছেন সাংসদ কীর্তি আজাদ। তাঁর এই কড়া অবস্থানে আমাদের দাবি দ্রুত পূর্ণ হবে বলেই আমরা আশা করছি''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata News: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, ধুন্ধুমার গড়িয়ার নার্সিং কলেজে