বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন মদন মিত্র (Madan Mitra)। বিধায়কের সামনে ব্লক সভাপতির বিরুদ্ধে দলাদলির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় তৃণমূল (TMC) নেতা, কর্মীদের একাংশ। মদনের সভায় ছিলেন না ব্লক সভাপতি। অন্যত্র কর্মসূচি ছিল বলে দাবি করেছেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মদন।

মঞ্চে তখন বক্তব্য রাখছেন মদন মিত্র। তাঁর সামনেই দলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে শুভেন্দু-গড়ে আপাতত ঘাঁটি গেড়েছেন মদন মিত্র।  শুক্রবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁরই ব্লকে কর্মসূচি, অথচ মদনের সভায় গরহাজির ছিলেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরুণাভ ভুঁইয়া। মদনের সামনেই ব্লক সভাপতির বিরুদ্ধে দলাদলির অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। কোন্দলের কথা কার্যত স্বীকার ব্লক সভাপতির। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অরুণাভ ভুঁইয়া বলেছেন, 'মদনবাবু নন্দীগ্রামে আসবেন খবর ছিল না। আমাকে আমন্ত্রণ জানায়নি। যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় করছে। অনুগামী না সেজে থাকার জন্য বলব।'                     

বিক্ষোভের কথা অবশ্য অস্বীকার করেছেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেছেন, 'তৃণমূলের জনপ্রিয়তা এত বেশি। বাজারে যখন যে মালটা পাওয়া যায় না। খদ্দেররা এসে খোঁজ করে, এদের অভিযোগ ছিল কেন রোজ মিটিং হবে না। সবকটা পাগল ঠিক আছে রোজ মিটিংই করব।'

আরও পড়ুন- আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি ২ তৃণমূল নেতা ! অভিযোগ দেবের ভাইয়ের

নন্দীগ্রামে তৃণমূলের বিভেদ স্পষ্ট হতেই একসুরে আক্রমণ শানিয়েছে বাম-বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেছেন, 'মানুষের কাছে পরিষ্কার তৃণমূল করাপ্টেড। পঞ্চায়েত ভোটে প্রমাণ পাবে'। আক্রমণ শানিয়েছে সিপিএমও। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূলের এই দ্বন্দ্ব বিরোধী দলগুলিকে কতটা ডিভিডেন্ড দেয়, সেটাই দেখার।                                           

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?