বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর) : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত বালিকার মৃত্যু হয়েছে গতকালই। এবার সেই ঘটনার তদন্তে নামল সিআইডি। নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের জাদুবাড়িচক গ্রামের ঘটনা। পরিত্যক্ত একটি বাড়িতে বোমা পড়েছিল সেখানে। স্থানীয় সূত্রে খবর, গত পরশু বাড়ির কাছেই খেলছিল ওই বালিকা ও তার দুই সঙ্গী। পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকে মোড়া গোলাকার বস্তু দেখে বাড়িতে নিয়ে আসে তারা। প্লাস্টিক খোলার সময় পড়ে গিয়ে বিস্ফোরণ হয়। জোরাল বিস্ফোরণ ঘটে। এর জেরে গুরুতর জখম হয় ওই বালিকা সহ তিনজন।
তাদের তড়িঘড়ি নন্দীগ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই বালিকার মৃত্যু হয়। নাম জাহিরুন খাতুন (৯)। বাকি দুজন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিসাধীন। এই ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। কীভাবে লোকালয়ের মধ্যে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা এল তা নিয়ে ভেবে কুলকিনারা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত।
আরও পড়ুন ; বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম বালিকার মৃত্যু
এই পরিস্থিতিতে ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নন্দীগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থলে আসে সিআইডি। এদিন সিআইডির প্রতিনিধিরা ঘটনার তদন্ত শুরু করেন। অন্যদিকে বম্ব স্কোয়াড এসে পরিত্যক্ত বাড়িটি ভাল করে তল্লাশি চালিয়ে দেখে। যদিও কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন ; বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে তলব সিবিআইয়ের
প্রাথমিকভাবে এটি কৌটা বোমা ছিল বলে অনুমান পুলিশের। তবে, পরিত্যক্ত বাড়িতে কীভাবে তা এল তা খতিয়ে দেখছে সিআইডির তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন ; বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরা শেখ সুফিয়ানের