ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: রাজ্যে ফের খোলা তারের বলি। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক জায়গায় খোলা তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। এবার আরও একবার তেমনই একটি খারাপ খবর এল। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের (East Midnapore) রামনগরের পশ্চিম করণচি গ্রামের ঘটনা। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এলাকায় স্থানীয়দের বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, নিমাই জানা নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক দিঘায় জিনিস ফেরি করতেন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ফেরার পথে, বাড়ির কাছেই ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ২ দিন আগে ঝড়ে তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ দফতরে খবর দিলেও তারা কর্ণপাত করেনি। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এর আগে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রীর


কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরিনাভিতে মারা গিয়েছিল একজন। এছাড়াও হাওড়ায় মারা গিয়েছিল এক কিশোরী। মৃতা সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ল্যাম্পপোস্ট খোলা তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই ছাত্রীর। 


১২ জুলাইয়ের পর ৯ অগাস্ট। আবার সেই হাওড়া, সেই বিদ্যুতের মরণ ফাঁদ! সেই দুর্ঘটনা! আবার কোল খালি হয়ে গিয়েছিল এক মায়ের। ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল হাওড়ায়! ল্যাম্পপোস্টের খোলা তার কেড়ে নিল সপ্তম শ্রেণির ছাত্রীর প্রাণ!


এই নিয়ে চলতি বছরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। মৃতের নাম তৃষা ধক। বয়স ১৩ বছর। জগত্‍বল্লভপুরের নরেন্দ্রপুর পশ্চিমপাড়ায় শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল তৃষা। কাদার মধ্যে পা পিছলে পড়ে যাওয়ার সময় ল্যাম্পপোস্টের ছেঁড়া তারে হাল লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয় সে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। 


গত ১২ জুলাই উলুবেড়িয়াতেই বিদ্যুতের ছেঁড়া তার পায়ে জড়িয়ে মৃত্যু হয় এক মহিলার। মঙ্গলবার সন্ধ্যায় ফের দুর্ঘটনা ঘটল হাওড়ায়। আমতা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এখনও বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


আরও পড়ুন: 'গরুপাচারে প্রত্যক্ষ মদত ছিল অনুব্রতর', সিবিআই-এর এই দাবিতেই জামিন খারিজ কেষ্টর