বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: পাঁশকুড়া শহরে মাধ্যমিক (Mdhyamik 2023) পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, কিশোরীর বাবা ক্যান্সার আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জেরেই মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পাঁশকুড়া থানার পুলিশ। 


মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক। ওই পরীক্ষার্থী জানিয়েছিল, তিনটে পরীক্ষায় বেশ ভাল হয়েছিল। কিন্তু কী কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। এদিকে ওই পরীক্ষার্থীর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গত কয়েকদিনে অবস্থার আরও অবনতি হয়েছে। সেই কারণে কোনও অবসাদে ছিল কি না তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। 


হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যু: রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটরবাইকে যাচ্ছিল বাবা ও ছেলে। কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় তারা। বাবা প্রাণে বাঁচলেও ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে দাঁতাল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


চলতি সপ্তাহে শুরু চলতি বছরের মাধ্যমিক (Madhyamik 2023)। পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে অরিজিনাল অ্যাডমিট কার্ড  ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না অভিভাবকরা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। বিশেষ অ্যাপের মাধ্যমেও নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন বিলি করা হচ্ছে, কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে কি না, অভিযোগ আসছে কি না, যাবতীয় বিষয় অ্যাপের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। 


মধ্যশিক্ষা (West Bengal Board Of Secondary Education) পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি হল, 033-2321-3827, 033-2359-2274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল 033-2321-3089, পর্ষদের সচিবের দফতরের নম্বর 033-2321-3816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল, examwbbse@gmail.com। মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।


আরও পড়ুন: Belur Math: বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব পালন, মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা