নয়াদিল্লি: উত্তর প্রদেশে (Uttarpradesh) লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। সতর্কতা অবলম্বনে কড়া বিধি জারি করেছে উত্তর প্রদেশ সরকার। তারই অংশ হিসেবে স্কুল বন্ধ (School Close) রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। দশম শ্রেণি (Class X) পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের। সূত্রের খবর, আগামীকাল ৬ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
উল্লেখ্য, গত বছর শেষের দিকে শীতকালীন ছুটি পড়ে উত্তর প্রদেশের স্কুলগুলিতে। নতুন বছরের শুরুতে স্কুলে খোলার কথা থাকলেও, করোনা সংক্রমণের জেরে মকর সংক্রান্তি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস কীভাবে হবে তা নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে আপাতত দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা অনলাইন ক্লাস করবে।
সংক্রমণ বৃদ্ধির জেরে নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে। প্রশাসন সূত্রে খবর, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশকালীন বিধি নিষেধ। আপাতত জিম, রেস্তোরাঁয় ৫০ শতাংশ জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। যেসব জেলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা এক হাজারের বেশি, সেই সব জেলায় এই বিধি জারি থাকবে। এদিকে শিশুদের এখনও টিকা না দেওয়ায় রাজ্যে শিশুদের স্কুলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে ২৩ জন এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গতকালের হিসেব অনুযায়ী একদিনে সংক্রমিত হয়েছেন ৯০০ জন।
এদিকে দেশে করোনায় দৈনিক সংক্রমণ একলাফে ৫৫ শতাংশ বাড়ল। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৪।
আরও পড়ুন: Pulwama Encounter : পুলওয়ামায় এক পাক নাগরিক সহ ৩ জইশ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী