ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapore) চাঁদবেড়িয়া গ্রামে বন্ধ বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ (Water Supply)। অভিযোগ পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফলপ্রকাশের পর আচমকা বন্ধ হয়ে গেছে ভ্য়ানে করে বাড়ি বাড়ি জল দেওয়া। বাধ্য় হয়ে কাঁথি পুরসভা থেকে সপ্তাহে ৪ হাজার টাকা দিয়ে পানীয় জল কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।    


পাইপ লাইন পাতা হয়েছে ৭ বছর আগে: কিন্তু কখনও জল আসেনি। গ্রামে নেই কোনও টিউবওয়েল। সাড়ে চারশো মানুষের জন্য গ্রামে ছিল একটি মাত্র টাইমকল, তাও বিকল! এত দিন পূর্ব মেদিনীপুরের চাঁদবেড়িয়া গ্রামের ৮০টি পরিবারের পানীয় জলের ভরসা ছিল, পঞ্চায়েত থেকে আসা জলের গাড়ি।


৪ হাজার টাকা দিয়ে পানীয় জল: অভিযোগ, পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের (Panchayat Election Result) পর ১২ জুলাই থেকে আসছে না সেই গাড়ি। গ্রামবাসীদের দাবি, বাধ্য হয়ে তাঁরা কাঁথি পুরসভা থেকে সপ্তাহে ৪ হাজার টাকা দিয়ে পানীয় জল কিনে খাচ্ছেন। 


কাঁথির দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের অধীনে চাঁদবেড়িয়া গ্রাম এবারের পঞ্চায়েত ভোটে দুরমুঠ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে । বিজেপির (BJP) অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে তৃণমূল হেরে যাওয়ায় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। 


বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্রের কথায়, 'মানুষের ভোটে জিততে না পেরে তৃণমূল (TMC) প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। এতটাই যে পানীয় জলের লাইন কেটে দেওয়া আর জল সরবরাহ বন্ধ রাখা। সেই বন্ধ রাখতে গিয়ে মানুষ সমস্য়ার সম্মুখীন। ভোটে হারার পরে তৃণমূল আর বিজেপি জেতার পরে ওই অঞ্চলে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের স্বরূপ মানুষ দেখছেন। যাতে পানীয় জল না পায় তার জন্য় পরিকল্পনা করে জল বন্ধ করে রাখা হয়েছে। সরকারি কর্মীরাও এর সঙ্গে জড়িত'। কাঁথি ৩-এর বিডিও নেহাল আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে তিনি এখনও কোনও অভিযোগ পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।               


আরও পড়ুন: Manipur Violence: কালামের থেকে সম্মান পেয়েছিলেন স্বামী, মণিপুরে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial