পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি। 'ভানুর খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে পুলিশ'। বিস্ফোরকণের পর দলবল নিয়ে ওড়িশায় পালিয়েছেন ভানু বাগ, অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ভানু ও তাঁর পরিবারের সদস্যদের ফোনের টাওয়ার লোকেশন: সূত্র। আজ ফের ঘটনাস্থলে গেছে বম্ব স্কোয়াড, যাবে ফরেন্সিক। নমুনা সংগ্রহের পর পাঠানো হবে রাসায়নিক পরীক্ষার জন্য। 


থমথমে গোটা এলাকা: এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় CID-র টিম। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করা হবে। ফরেন্সিক আধিকারিকদের অনুমান, ঘটনাস্থলে পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল জাতীয় পদার্থের হদিশ মিলতে পারে। নমুনা সংগ্রহের পর তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে, ঘটনায় অভিযুক্ত ভানু বাগের খোঁজে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ভিন রাজ্য়ে পাড়ি দিচ্ছে পুলিশ। 


ঠিক কী ঘটেছিল? 


মঙ্গলবার সকাল ১১ টা, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই।  খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার।


পঞ্চায়েত নির্বাচনের আগে রক্তাক্ত এগরা


একদিকে, শান্তিপূর্ণ পঞ্চায়েত করানোর কথা যখন বার বার শোনা যাচ্ছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের মুখে (TMC), সেই সমই মঙ্গলবার এগরার মাটি রক্তাক্ত হল। তাতে পঞ্চায়েত নির্বাচনের দিনগুলিতে কী হতে পারে ভেবে শিউড়ে উঠছেন স্থানীয় লোকজনও। স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়, "সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে। এরকম অবৈধ ব্য়বসায়ীদের যাতে হাতে রাখা যায়, তাহলে আমরা বোমা এগুলো দিয়ে যদি দখল করতে পারি... নাহলে প্রশাসনের নাকের ডগায়, এইসব ঘটনা ঘটতে থাকে, প্রশাসন জানে না? বোম তৈরি হতো।" বিস্ফোরণ, রক্তপাত, প্রাণহানি, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণের ভয়ঙ্কর ছবি দেখে শিউড়ে উঠছে গোটা রাজ্য়। প্রশ্ন উঠছে, সাধারণ বাজি কারখানায় বিস্ফোরণে এত ভয়াবহতা কি সম্ভব আদৌ? বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, রাজ্যে আইনশৃঙ্খলার যদি এই পরিস্থিতি হয়, তাহলে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে কী ভাবে?


আরও পড়ুন: Sugar Scrub: ত্বকের জেল্লা ফেরাবে সুগার স্ক্রাব, চিনির সঙ্গে কী কী উপকরণ মিশিয়ে তৈরি করতে পারবেন এই স্ক্রাব?