বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ঠাকুরের গয়না কিনে ফেরার পথে মর্মান্তিক পরিণতি। ট্র্রেনের (Student Death) ধাক্কায় প্রাণ গেল দুই পড়ুয়ার। নবম শ্রেণীর দুই ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া কোলাঘাটে (Kolaghat Accident)। 


মর্মান্তিক পরিণতি দুই ছা্ত্রের: কোলাঘাটের ভোগপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। কোলাঘাট থানার ভোগপুর এলাকার কোদালিয়া এবং ভোগপুর কোলে পাড়ার বাসিন্দা দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু সাঁতরা। জানা গেছে, রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করেন। গতকাল রাতে রপঙ্কর ও তার বন্ধু মেছেদা গিয়েছিল ঠাকুরের গয়না কিনতে। বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্রের। দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।


দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী: এদিকে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার (Purulia Road Accident) জেরে জখম হল তিন মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনা পুরুলিয়ার বাগমুন্ডি এলাকার। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাঁশ বহাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের বাড়ি বলরামপুর ডাভা গ্রামে। বলরামপুরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া সময় মোটর বাইকে ধাক্কা মারে বাস। ওই বাইকেই ছিল তিন পরীক্ষার্থী। খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি, ৫টি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষক বিশ্বরূপ হালদার। পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। বর্তমানে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জখম সমীর গোপের পরীক্ষাকেন্দ্র লালীমাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপের পরীক্ষাকেন্দ্র বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।


চলতি সপ্তাহেই বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় টেম্পো উল্টে মৃত্যু হয় চার মহিলা শ্রমিকের। আহত হন চালক-সহ ১১ জন। ধান পোঁতার জন্য ১৫ জন শ্রমিক টেম্পোয় চড়ে রামপুরহাটের চিতুরা গ্রাম থেকে মাড়গ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টে নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়ে টেম্পোয় ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে চার মহিলা শ্রমিকের মৃত্যু হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: School Principal Arrest: ফান্ডের ১০ কোটি টাকা লোপাটের অভিযোগ, গ্রেফতার স্কুলের কর্তা