পূর্ব মেদিনীপুর: সারাদিনই তাঁকে কমবেশি রাজ্যের নানা বিতর্কিত বিষয়ে উত্তর দিতে হয়। কখনও মাস্ট্রার স্ট্রোক দিয়ে কথপোকথনে বল বার করে দেন বাইশ গজের বাইরে। কখনও বা আবার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খোঁচা দিয়ে পুরোনো ভিডিও বের করে বলেন 'বার্নল নিয়ে বসুন ভাই।' আবার 'ডোন্ট টাচ' বিতর্কিত মুহূর্ত নিয়ে 'নানা ছুঁয়ো না ছুঁয়ো না' বলে বেশ রসিকতা নিয়েই গান গাইতে শোনা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) । তবে মঙ্গলের রাতে এসব থেকে অনেক দূরে একবারে অন্য মেজাজে পিঠে পুলি আর ফুটবল খেলার ছবি শেয়ার করলেন তিনি সোশ্যালে। তবে জায়গাটা বেশি দূরে নয়, শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর !


<p


রাজ্যে জাঁকিয়ে শীত না পড়লেও ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে পারদ নামবে, পড়বে জাঁকিয়ে শীত। তবে ততদিন কি আর অপেক্ষা করা যায়, তার আগেই যে গুড় আর দুধে জাল দেওয়ার গন্ধে পাগল বাঙালি। তাই ইতিমধ্যেই জেলায় শুরু পিঠে পুলি উৎসব। পূর্ব মেদিনীপুরে এই পিঠেপুলি মেলা হচ্ছে, আর সেই উৎসবে গিয়েই ছবি দিলেন ফেসবুকে কুণাল ঘোষ। তবে এই যে প্রথমবার নয়, আগেও রাজনীতির পাশাপাশি, তাঁকে নানা সাংষ্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গিয়েছে। কখনও অবার বাড়ির নিচে পাড়ার চায়ের দোকানের ছবিও শেয়ার করতে দেখা যায় তাঁকে।


আরও পড়ুন, শুভেন্দুর সভায় আবাস যোজনার ফর্ম জমা ঘিরে জোর বিতর্ক


যদিও রাজনীতিবিদরা যেখানেই যাক না কেন, রাজনীতি পিছু ছাড়ে না। একুশের ভোটের আগে, যখন তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার হিড়িক, তখন 'তৃণমূল জয়ী হবে' বলে ভবিষ্যতবাণী করে লিখেছেন লম্বা পোস্ট ফেসবুকেও। হয়েছেও তাই। তৃতীয়বার সরকার গঠন করেছে ঘাসফুল। তবে একুশের ভোটের জয়ের পর একের পর এক দুর্নীতিতে জেরবার বাংলার শাসকদল।  রাজ্যে ঘটে যাওয়া সবথেকে বড় দুর্নীতির মধ্যে নিয়োগ দুর্নীতি। একই সঙ্গে সমান্তরালেও আবাস থেকে শুরু করে গরুপাচার, কেউ কারও থেকে পিছিয়ে নেই। যা নিয়ে সরব বাম-বিজেপি-কংগ্রেস। আর সেখানেও বিরোধীদের ইয়োর্কার ছুঁড়ে দেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর যিনি স্পষ্ট মেনে নিয়ে বলেন, হ্যাঁ দুর্নীতি হয়েছে, তবে তার পাশাপাশি বাংলায় কণ্যাশ্রীর মতো প্রকল্পও হয়েছে !