বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: রাজ্যে খারাপ আবহাওয়ার বলি ফের ৩ জন। হাওয়া অফিস আগেও জানিয়েছিল দক্ষিণবঙ্গে আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ (Heavy Rain) বাড়বে। সেই পূর্বাভাস মেনেই এদিন চলে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ হয় পূর্ব মেদিনীপুরেও। আর তারই জেরে হলদিয়ার দুর্গাচক ও ভবানীপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল ৩ জনের।


জানা গিয়েছে, ভবানীপুর থানার বড়বাড়ি এলাকায় মৃত পিন্টু বেরা ও সমরেশ বেরা। অন্যদিকে দূর্গাচক থানার কসবেড়িয়া এলাকায় মৃত দীপালি মালি। প্রসঙ্গত, বাজ পড়ে মৃত্যুর ঘটনাটা প্রায় প্রতিবছরই বেড়ে চলেছে। কখনও বৃষ্টির জমা জলের মধ্য়ে কারেন্টের তারে শহরেতলিতে মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসছে। কখনও মফস্বলে, গ্রামগুলিতে আসছে বাজ পড়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনার খবর।


একদিকে, যখন ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই সোমবার থেকে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সেই সঙ্গে বাজও পড়ছে একাধিক এলাকায়। এখনও কথা হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় কী কী করা উচিত, এবং কী কী করা উচিত নয়, এই সচেতনতা অনেকক্ষেত্রেই মেনে চলা হয় না। যার ফলে বছর বছর মৃত্যু হয় এই কারণে।


এদিকে, অনেকক্ষেত্রেই দেখা যায় আবার, অনেকে কারণ জেনেও বাইরে বেরোন। পাত্তা দেবেন কি, পেটের জ্বালা যে বড় জ্বালা। এই ভাবনারই ফল মারাত্মক হয়। মৃত্যু হয় প্রায় অধিকাংশ ক্ষেত্রে লাঙল চালাতে গিয়ে কৃষকদের, বা দিনমজুরদের। আর্থিক জ্বালা যন্ত্রনা তো থাকেই। তার উপর পরিবারের রোজগারের অন্যতম জনই যদি বাজ পড়ে প্রাণ হারান, পথে বসতে হয় পরিবারকে।


আরও পড়ুন, বছর ২২-র নার্সের দেহ উদ্ধার ঘিরে রহস্য, বিস্ফোরক অভিযোগ মৃতার বাবার


প্রসঙ্গত,  আবহাওয়া দফতরে পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা, দেওঘর, ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ প্রায় ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।