বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapore)  ময়নায় বিজেপিতে (BJP) ফের ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অলোক বেরা। বিজেপিতে দমবন্ধ করার পরিবেশ, কাজের জায়গা নেই, তাই বিজেপি ত্যাগ, মত অলোকের। অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির (BJP) বক্তব্য, খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলের পা ধরতে গেছে অলোক।


বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতেই ভয়াবহ অভিযোগ গেরুয়া শিবিরের


গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বোমা-গুলি সহ একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় প্রায় প্রতিনিয়ত সংবাদ শিরোনামে থেকেছে ময়নার বাকচা অঞ্চল। গত পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের দিন সংঘর্ষের জেরে সার্কেল ইন্সপেক্টরের মাথা ফেঁটে যাওয়া  থেকে দফায় দফায় বোমাবাজি, বোমা উদ্ধার চলেছে। বিজেপি তৃণমূলের মদ্ধ্যে প্রায়শই রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থেকেছে ময়নার বাকচা। তবে একুশের বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভায় জয়ী হয় বিজেপি। বিধায়ক হন অশোক দিন্দা।


দুয়ারে আরও একটা পঞ্চায়েত নির্বাচন


দুয়ারে আরও একটা পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই বিজেপির ময়না বিধানসভার বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য বসুদেব মন্ডলের খুনে অভিযুক্ত বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা বাকচার প্রাক্তন বিজেপির মন্ডল সভাপতি  অলোক বেরা যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্ধ্যায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে তৃণমূলে যোগদান করলেন সৌমেনকুমার মহাপাত্রর হাত ধরে।  এছাড়াও উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলই  সহ অন্যান্যরা। বিজেপিতে দমবন্ধ পরিবেশ,  কাজের জায়গা নেই, তাই তৃণমূলে যোগদান, মত অলোকের।


'উনি তৃণমূল নেতা খুনে অভিযুক্ত'


 তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রর দাবি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা তারা পালন করেনি। তাই অলোক বেরা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে অলোকের হাত ধরে আরো অনেকে যোগ দেবেন। তবে অলোকের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির জেলা নেতৃত্বের দাবি, অলোক বেরাকে যথেষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি তা পালন করেননি। আসলে উনি তৃণমূল নেতা খুনে অভিযুক্ত, তাই খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলে যোগ দিয়েছেন। 


আরও পড়ুন, ফের বাস দুর্ঘটনা নয়ানজুলিতে, গুরুতর আহত যাত্রীদের ভর্তি করা হল হাসপাতালে


 এবছর জানুয়ারি মাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ময়নার বিজেপি যুব মোর্চার নেতা সম্রাট সামন্ত। এরপর রবিবার বিজেপি ত্যাগ করলেন অলোক বেরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই দলবদলের কি কোনও প্রভাব পড়বে? তার উত্তর দেবে সময়ই।