পূর্ব মেদিনীপুর: রাজ্যের সরকারি হাসপাতালেই এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে! বিস্ফোরক এই অভিযোগ ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে।পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  ইতিমধ্যেই  কোলাঘাট থেকে অভিযুক্ত জাহির আব্বাস খানকে গ্রেফতারও করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত রিল্যায়েবল সার্ভিস লিমিটেডের ফেসিলিটি ম্যানেজার। ঘটনা প্রকাশ্যে আসতেই এবার প্রতিক্রিয়া দিলেন নির্যাতিতা।

আরও পড়ুন, ৬ ঘণ্টা পার, এখনও দিল্লির ED দফতরে মিমি চক্রবর্তী ! কোন প্রশ্নের মুখে প্রাক্তন TMC সাংসদ ?

রাজ্যের সরকারি হাসপাতালেই এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ! ঠিক কী হয়েছিল ? মুখ খুললেন নির্যাতিতা

এদিন এবিপি আনন্দকে নির্যাতিতা জানিয়েছেন, ছুটির পরে আমি আসছিলাম। তখন আমাকে জোর করে রুমে নিয়ে গিয়ে, আমার সঙ্গে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। যাকে বলা যায় ধর্ষণ করা।..বারবার হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায়। এবং ধর্ষণ করে। 

প্রশ্ন : কে করেছিল ?

নির্যাতিতা : জাহির আব্বাস খান।

প্রশ্ন : সে এখানে কী করে ?

নির্যাতিতা : সে এখানে ফ্যাসেলিটি ম্যানেজার। ..আমাকে ফোন করে বলেছিল যে, আসুন কিছু জিনিস নিয়ে যান।...আমি নিচে যেতে না চাইলে, তখন বলে, তাহলে তোমার এই কাজ থাকবে না..। তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে নিয়ে যাবে..। আমাদের আগের যে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল, ওনাকে জানানো হয়েছিল। কিন্তু সে কোনওভাবেই সাপোর্ট করেনি। 

প্রশ্ন : আপনি কাকে জানিয়েছিলেন ?

নির্যাতিতা : আমাদের সুপার স্যারকে।

প্রশ্ন : উনি কি কোনও ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে ? 

নির্যাতিতা : না, উনি এখনও কোনও ব্যবস্থা নেননি।

প্রশ্ন : এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল ?

নির্যাতিতা : আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল, যে বাধ্য হয়েছি। 

প্রশ্ন : যখন আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে, তখন, আপনার হাসপাতালের স্টাফ বা নিরাপত্তারক্ষীরা ছিল না ? 

নির্যাতিতা : কালকে রবিবার ছিল। ছুটি ছিল। কেউ ছিল না।

  সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই বিজেপির নিশানায় শাসকদল

এদিকে এই ঘটনায় সরব বিজেপি। শাসক দলের মদতেই দিনের পর দিন অভিযুক্তের দৌরাত্ম্য, দাবি বিজেপির। অভিযুক্ত নিয়ে বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি যে, 'কেউ দলের নাম নিতেই পারে, দোষী হলে শাস্তি পাবে।' তবে এব্যাপারে এখনও হাসপাতালের কোনও প্রতিক্রিয়া মেলেনি।