কলকাতা: একুশের বিধানসভা ভোটের পর তেইশের পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগেও ফিরল খেলা হবে স্লোগান। পটাশপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগান! মিছিলের অনুমতি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
পঞ্চায়েত ভোটের আগেও ফিরল খেলা হবে স্লোগান: মুর্শিদাবাদের বেলডাঙায় যখন ফুটবল খেললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, তখন ৩২৫ কিলোমিটার দূরের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগান। একুশের বিধানসভা ভোটের পর তেইশের পঞ্চায়েত ভোটের আগেও ফিরল খেলা হবে স্লোগান। দুর্নীতি, গরুপাচার থেকে আইনশৃঙ্খলা, একাধিক ইস্যুকে সামনে রেখে রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করার কথা ছিল বিজেপির। কিন্তু, পুলিশ তাতে অনুমতি দেয়নি। মিছিল না করলেও, ম্যাটাডোরে দাঁড়িয়ে ফের মমতা ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা বলেন, “আসল খেলা তো হবে। কেষ্ট-সুকন্যার খেলা হয়েছে, মানিকের খেলা হয়েছে। জীবনের খেলা হয়েছে, পিসি ভাইপোর খেলাটা বাকি আছে ওটাও হয়ে যাবে।’’ এদিকে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এতবার আমার বিরুদ্ধে ইডি,সিবিআই করেছে, এত নোটিস, রেডের পর রেড, কিছু করতে পারেনি কারণ আমরা দিল্লির কাছে বশ্য়তা স্বীকার করব না’’ মিছিলের অনুমতি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি পটাশপুরের ওসিকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী।
এদিকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০ আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তৃণমূল। মুর্শিদাবাদের ভগবানগোলায় কর্মিসভায় এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে পঞ্চায়েত ভোট। কিন্তু, সবার নজর যেন সেই ২০২৪-এর মহাযুদ্ধের দিকে। বাংলায় মোট লোকসভা আসন ৪২টি। বিজেপিকে এর মধ্যে ৩৫টি আসনে জেতার টার্গেট দিয়ে গেছেন অমিত শাহ। আর একধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁর দলকে দিলেন ৪০ আসনের টার্গেট। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের ১টা সিট কমলে, তৃণমূলের কিছু যায় আসে না। আপনিই বঞ্চিত হবেন, আপনিই লাঞ্ছিত হবেন। আর একটা সিট যদি তৃণমূল জেতে, আপনার অধিকারের টাকা আপনি পাবেন, এটা সুপ্রতিষ্ঠিত। তৃণমূল আজকে ২২ থেকে যদি ৩৪, ৩৫ হত, কী হত, আটকাতে পারত? আগামী দিনে ৪০-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাঁপাব এবং মুর্শিদাবাদ জেলায় ৩-এ ৩, তৃণমূল কংগ্রেস হবে।’’
আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না