মুম্বই: আকাশছোঁয়া দাম শাহরুখ (Shah Rukh Khan) পুত্রের নতুন জামাকাপড়ের ব্র্যান্ড 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x)-এর প্রায় সমস্ত পোশাকেরই। সদ্যই সাধারণ মানুষদের জন্য অনলাইনে এই পোশাক কেনার সুবিধা চালু হয়ে গিয়েছে। কিন্তু এই ব্র্যান্ডের প্রায় সমস্ত জামাকাপড়ের দামই সাধারণ মানুষের হাতের বাইরে। আর তাই, অনুরাগীদের মধ্যে একজন অভিযোগ করে বসলেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan)-কেই! পাল্টা জবাব দিলেন কিং খান (King Khan)-ও!
ব্যবসায় আরিয়ান পদার্পণ করেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। তাঁর দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্টি সিংহ ও লেটি ব্ল্যাগোভার সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন 'ডিয়্যাভল' নামে অভিজাত ভডকা কোম্পানি শুরু করেন। সেই ব্যবসা বৃদ্ধি করতেই তাঁরা অভিজাত স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড লঞ্চ করলেন। নামে শুধু জুড়েছে 'এক্স'। প্রসঙ্গত, ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে আসার সময় এই সংস্থারই হুডি পরে এসেছিলেন শাহরুখ। সুহানার গায়েও চোখে পড়েছে এই কালোর ওপর লাল এক্স চিহ্ন দেওয়া হুডি।
শাহরুখ পুত্রের সংস্থা, আপনি বিত্তশালী হোন বা নিতান্ত মধ্যবিত্ত... পোশাকের দাম কেমন তা জানতে আপনার মন চাইতে পারে বই কি! তবে সাইটে চোখ রেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদেন। আরিয়ানের সংস্থায় যে টি-শার্ট বিক্রি হচ্ছে, তার দাম শুরু হয়েছে ২৪ হাজার টাকা থেকে। এরপরে রয়েছে ২৪ হাজারের ওপর বিভিন্ন দামের টি শার্ট। হুডির দাম শুরু হচ্ছে সর্বনিম্ন ৪৫ হাজার টাকা থেকে। 'ডিয়্যাভল এক্স'-এর জ্যাকেটের দাম সর্বনিম্ন ২ লাখ টাকা।
সদ্য এক ট্যুইটার ব্যবহারকারী শাহরুখকে উদ্দেশ্য করে লিখেছেন, 'এই জ্যাকেটগুলোর দাম এক থেকে ২ হাজার টাকা করে নিন। এত দাম দিয়ে জামাকাপড় কিনলে তো বাড়ি বিক্রি করতে হবে।' পাল্টা উত্তর দিয়েছেন শাহরুখও। আর তাঁর সেই কয়েকটা লাইনেই ধরা পড়ল তাঁর রসবোধ। শাহরুখ লিখছেন, 'ডিয়্যাভল আমায় পর্যন্ত কম দামে পোশাক বিক্রি করছে না। দেখি, কিছু একটা ব্যবস্থা করতে হবে।'
লাক্সারি স্ট্রিটওয়্যারের কালেকশন ড্রপ করার পর আরিয়ান ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'এই সফরের জন্য ধন্যবাদ। আমাদের সব পণ্য বিক্রি হয়ে গেছে। পরেরটার জন্য সঙ্গে থাকুন।' আরিয়ানের সেই পোস্টই নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন শাহরুখ। ব্র্যান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়, 'আমাদের প্রযুক্তিগত সমস্যাগুলি ঠিক করার সময় যাঁরা ধৈর্য্য ধরেছিলেন তাঁদের বিশেষ ধন্যবাদ।'
আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না