বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel) মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সাইকেলে করে অফিসে গেলেন মহিষাদলের (Mahishadal) বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক কুমার চক্রবর্তী। তাঁর সঙ্গে অন্য সাইকেলে চেপে অফিসে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস। মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরাও বিধায়কের সাথে সাইকেলে সওয়ারি হলেন। মহিষাদল বাজার এলাকা সাইকেলে করে এই যাত্রা শুরু করেন তাঁরা। গলায় পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড নিয়ে এই সাইকেল যাত্রায় সামিল হন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানরাও। সাইকেলে চেপে পঞ্চায়েত সমিতিতে পৌঁছে বিধায়ক বলেন, ''কেন্দ্রীয় সরকার আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ছিলো। এটাই আচ্ছে দিন!। গত ২০ দিনে ১৫ দিন যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়ে চলেছে তারই প্রতিবাদে নেমে সাইকেল নিয়ে পঞ্চায়েত সমিতিতে এলাম। আগামী দিনেও সাইকেল নিয়ে আসব।''
বাংলায় ফের ১০০ টাকার বেশি ডিজেল
ভোট শেষ, পেট্রোপণ্যের দামের ম্যারাথন দৌড় শুরু! ৬ মাস পর বাংলায় ফের ডিজেলের সেঞ্চুরি! অব্যাহত রইল পেট্রোপণ্যের দামবৃদ্ধি! এই নিয়ে ১৬ দিনে ১৪ বার দাম বাড়ল! লিটারে ৮৪ পয়সা বেড়ে কলকাতায় বুধবার পেট্রোলের দাম দাঁড়াল ১১৫ টাকা ১২ পয়সায়। গত ১৬ দিনে পেট্রোলের দাম বাড়ল লিটারে ১০ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে, ৮১ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হল ৯৯ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ, ১ লিটার পেট্রোল কিনতে গ্রাহককে ১০০ টাকাই দিতে হবে। এ ক’দিনে ডিজেলের দাম বেড়েছে ১০ টাকা ৪ পয়সা। আর কত বাড়বে দাম? লিটার প্রতি ১২ টাকা, না ১৫ টাকা? না কি আরও বাড়বে পেট্রোপণ্যের দাম? নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আর কত বাড়বে? এই পরিস্থিতিতে পরিবহণ খরচ তো বাড়ছেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম!
আরো পড়ুন: সোনারপুরে মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি, ধরা পড়ল সিসিটিভিতে