রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর (Sonarpur) থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি। নগদ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল দুঃসাহসিক চুরির ঘটনা। সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দোকানের মালিক।


মোবাইলের দোকানে চুরি-


জানা গিয়েছে, গত ৩রা এপ্রিল দোকানের কর্মচারীরা দোকানে এসে দেখেন শার্টার কিছুটা বাঁকানো রয়েছে। তাঁরা দোকানের ভিতর ঢুকে দেখেন দোকান থেকে সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। নগদ যা রাখা ছিল, সমস্ত কিছুর সঙ্গে গায়েব সমস্ত মোবাইল ফোন। দ্রুত সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক সূর্যসারথি ঘোষ। বুধবার এই দুঃসাহসিক চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। চুরির ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। 


আরও পড়ুন - South 24 Parganas News: বেপরোয়া চাহনি, হাতে পিস্তল, ব্যাকগ্রাউন্ডে অরিজিতের প্রেমের গান, রিলস বানিয়ে গ্রেফতার যুবক


সোনারপুরে মোবাইল ফোনের দোকানের দুঃসাহসিক চুরির যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, পাঁচ সদস্যের দুষ্কৃতীর দল চুরি করতে এসেছিল। দুটি চাদর দিয়ে দোকানের শার্টার আড়াল করে সেই শার্টার বাঁকিয়ে ভিতরে ঢোকে এক দুষ্কৃতী। বাকি চারজন বাইরে পাহারা দিতে থাকে। আধ ঘণ্টার অপারেশন শেষে নগদ ও মোবাইল ফোন মিলিয়ে ১৮ লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়েছে তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিহার থেকে এই দুষ্কৃতী দল এসেছিল। চুরির পর তারা আবার বিহারেই ফিরে গিয়েছে। থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই এলাকায় বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, তাঁরা এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।